কলকাতা: কলকাতা মেট্রো (Kolkata Metro) আরও আধুনিক হচ্ছে। একদিকে যেমন যাত্রীদের স্বাচ্ছন্দ্যে গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্যদিকে তেমনই জোর দেওয়া হচ্ছে নিরাপত্তায়। এবার আরও এক যুগান্তকারী পদক্ষেপের পথে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলওয়ের (Metro Railway) তরফে জানানো হয়েছে, এবার নতুন ধরণের কোচ ব্যবহার হবে মেট্রোতে। নতুন ধরণের কোচের জন্য ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রোর তরফে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চেন্নাইতে মেট্রো রেলওয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে গিয়েছেন জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার বি জি মাল্যর সঙ্গে সঙ্গে আলোচনাও করেছেন তিনি। কলকাতা মেট্রোর সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে মাল্যকে অবহিত করেছেন রেড্ডি। এই প্রসঙ্গে মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র জানান, নতুন ধরণের কোচ আসছে। তবে সেটা এখনই নয়। ২০২৬ সালে এই কোচ আসতে পারে।
আরও পড়ুন:পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে মৃত্যু কলেজ ছাত্রের
নতুন ধরণের কোচের পাশাপাশি একের পর এক নয়া করিডোর নিয়েও কাজ করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। গত বুধবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পরিদর্শন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। একইসঙ্গে ব্যারাকপুরে করিডোরের মেট্রো প্রকল্পের বিষয়েও খোঁজখবরও নেন তিনি। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, ওই লাইনে কাজ এগনোর ক্ষেত্রে জায়গা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। এই বিষয়ে মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, ওই জায়গায় একটা পাইপ লাইনের কাজ ছিল, সেটা করে দেওয়া হয়েছে। তারপরেও সেই জায়গাটা পাওয়া যাচ্ছে না। আর জায়গাটা না পেলে কাজটা এগোনো যাচ্ছে না। তবে, ওই জমি-জট কাটিয়ে ফেলার চেষ্টায় রয়েছে কর্তৃপক্ষ।