কলকাতা: নিজের রেকর্ড নিজেই ভাঙছে মেট্রো রেল। শুক্রবার, পঞ্চমীর দিন মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল ৭ লক্ষ ৪২ হাজার ১৯৩। বুধবার সেই সংখ্যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৫২১। একই সঙ্গে পঞ্চমীতে মেট্রো রেল চতুর্থীর আয়ের রেকর্ডও ভেঙেছে। চতুর্থীতে আয় হয়েছিল ১ কোটি ৬ লক্ষ টাকারও বেশি। পঞ্চমীতে আয় হয়েছে ১ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৬৭৮ টাকা। শনিবার ষষ্ঠীতে যাত্রী এবং আয়, দুটিই আরও বাড়বে বলে মেট্রো কর্তৃপক্ষের আশা।
শুক্রবার, পঞ্চমীতে মেট্রো দিনভর যাত্রী ঠাসা ছিল। রাতে বিভিন্ন স্টেশনে বহু যাত্রীকে একটি. দুটি করে ট্রেন ছাড়তে হয়েছে ভিড়ের কারণে। শনিবার সকাল আটটা থেকে মেট্রোর পরিষেবা চালু হয়েছে সাতটার বদলে। দুদিকেই প্রথম ট্রেন থেকে ভিড় শুরু হয়েছে। বেলা যত বেড়েছে, ভিড়ও বেড়েছে পাল্লা দিয়ে। মেট্রোর এক অফিসার জানান, বিকেলের পর ভিড় আরও বাড়বে বলে মনে হচ্ছে। পঞ্চমী, ষষ্ঠীতেই যদি এই অবস্থা হয়, তাহলে সপ্তমী, অষ্টমী, নবমীতে কী হবে, তা সহজেই অনুমেয়।
আরও পড়ুন:
মেট্রো সূত্রের খবর, পুজোর কদিন টোকেনের চাহিদা তুঙ্গে উঠবে বলে আঁচ করেই তারা কাউন্টার আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ভিড় সামাল দেওয়ার জন্য ১২ টি বিশেষ দল গঠন করা হয়েছে। তৈরি করা হয়েছে ১৩ টি কুইক রেসপন্স টিম। জরুরি হেল্থ বুথ করা হয়েছে মহাত্মা গান্ধী রোড, কালীঘাট এবং কবি সুভাষ স্টেশনে।