কলকাতা: কলকাতা মেট্রোর (Kolkata Metro)। নতুন টোকেন চালু করল মেট্রো কর্তৃপক্ষ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) দ্বারা চন্দ্রযান-৩-এর সফল চন্দ্রযাত্রা উদযাপন করার জন্য, এই প্রথম কলকাতা মেট্রো একটি নতুন টোকেন ডিজাইন করেছে। ভারতের প্রথম মেট্রো এইভাবে একটি অনন্য উপায়ে চন্দ্র পৃষ্ঠে দেশের প্রথম সফল নরম অবতরণকে স্মরণ করাবে।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)