কলকাতা: রথের রশিতে টান দিয়ে কলকাতায় ইসকনের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে মঙ্গলারতি করে জানালেন, ” ইসকনের রথযাত্রায় বহু ভক্তের সমাগম হয়েছে। পুরির জগন্নাথ যাত্রার কথা সবাই জানি। কিন্তু বাংলাতেও অনেক মহাসমারোহে রথযাত্রা পালিত হয়। নবদ্বীপ ধামে ইসকন শহর তৈরি হচ্ছে। জগন্নাথ প্রভুর কাছে সকলের মঙ্গল কামনা করি, জগন্নাথ দেব সকলের মঙ্গল করুন। বিশ্বের মঙ্গল হোক। রাজ্যের মঙ্গল হোক। সকল পরিবারের মঙ্গল হোক। শুক্রবার কলকাতার ৫১ তম ইসকন রথযাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ পুলিস কমিশনার ভিনিত গোয়েল।
শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শুভ রথযাত্রা। সেই উপলক্ষে আজ কলকাতার মিন্টো পার্কের ইসকন মন্দিরের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।তাঁর হাতেই প্রথম এই বছরে ইসকন মন্দিরের রথের রশিতে পড়ল টান। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নুসরাত জাহান, পুলিস কমিশনার । অবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে মূল রথে আরতি করে সেই রথের রশিতে টান দিলেন তিনি।পাশাপাশি ভোগ নিবেদন করেন তিনি।
এদিন অ্যালবার্ট রোডে ইসকনের রথযাত্রার শুরু হবে আর তারপর এ জে সি বসু রোড ,শরৎ বসু রোড, হাজরা রোড , চৌরঙ্গী রোড , জহরলাল নেহেরু রোড হয়ে প্যারেড গ্রাউন্ডে গিয়ে শেষ হবে এই রথযাত্রা। সেখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার জন্য অস্থায়ী মন্দির তৈরি করা হয়েছে।
আরও পড়ুন Uddhav Thackeray: এই ব্যবস্থা আগেই করলে জোটের প্রয়োজন হত না, কটাক্ষ উদ্ধবের
১৯৭১ সালে প্রথম এই রথযাত্রা সূচনা হয় কলকাতার রাস্তায়। তারপর থেকে প্রতিবছরই মায়াপুরেও আদলে রথের চাকা গড়িয়েছে। গত বছরে কলকাতার ইসকন মন্দিরের রথযাত্রা সুবর্ণ জয়ন্তী ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পালন করা সম্ভব হয়নি । তবে এই বছরে অতিমারীর দাপট কাটিয়ে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে ইসকন মন্দিরের রথযাত্রার।
আরও পড়ুন Presidential Election: রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি, বললেন মমতা