ওয়েবডেস্ক: টক টু মেয়রে (Talk to Mayor) অনুরোধ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) হাত থেকে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে আপ্লুত শিকদার পরিবার। কলকাতা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজর্ষি শিকদার ও তাঁর স্ত্রী নন্দিনী বন্দ্যোপাধ্যায় শনিবার ওই কার্ড হাতে পেয়েছেন। শুক্রবার টক টু মেয়রে তাঁর ফোন করে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthasathi Card) না পাওয়া নিয়ে অভিযোগ করেছিলেন। এই ঘটনায় যারপরনাই খুশি ওই দম্পতি। তাঁরা জানিয়েছেন, সরকারি কাজ এভাবেও যে করা যায় তা সম্ভব করে দেখিয়েছেন কলকাতার মেয়র।
এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, আমি কিছুই করিনি। আমি শুধু প্রক্রিয়া করেছি। স্বাস্থ্য দফতর থেকেই কার্ডটা ইস্যু হয়েছে। অনেকসময় যোগাযোগে গ্যাপ থেকে যায়। হয় আবেদনকারী বঝাতে পারেন না। না হলে অফিসারের গাফিলতি থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম দ্রুত প্রক্রিয়া করেছেন। আবেদন করলে পাওয়া যায়। এটা অনেকে জানেন না। গতকাল টক টু মেয়রে তিনি বলেছিলেন স্বাস্থ্যসাথী কার্ড পাননি।
আরও পড়ুন: আবারও এক বাঙালির এভারেস্ট জয়, পড়ুন সেই লক্ষ্যভেদের গল্প
দেখুন অন্য খবর: