কলকাতা: কাকদ্বীপ বিধানসভার সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের ছাত্র সৌভিক দিন্দা (Souvick Dinda)। ২০২৫-এর মাধ্যমিকে (Madhyamik 2025) প্রথম স্থানাধিকারী। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসিন্দা। ছোটবেলা থেকেই মামার বাড়িতে মানুষ। পুরদস্তুর সমর্থনও ছিল পরিবারের পড়াশোনার পাশাপাশি কুইজ কম্পিটিশনে অংশ নিতে সে। সৌভিকের সাফল্যে আনন্দিত পরিবার। এদিন কী বলছে সে ও তাঁর বাড়ির লোক? জেনে নিন সবিস্তারে।
প্রসঙ্গত, শীঘ্রই কাকদ্বীপ বিধানসভার বিধায়ক তাঁর সঙ্গে দেখা করতে আসবে। খুশির খবর শুনে কী বলছে সৌভিক? বলে, “জীবনের প্রথম পরীক্ষায় দশম হয়ে ভালো লাগছে। আরও এগিয়ে যেতে চাই।”
আরও পড়ুন: ৬৮৭ নম্বর পেয়ে নবম স্থানের অধিকারী শান্তিপুর মিউনিসিপালের প্রজ্জ্বল
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌভিক জানিয়েছে, সময় ধরে পড়াশোনা কোনওকালেই করেনি সে। পড়া বুঝে পড়া, তৈরি করাটাই ভালো রেজাল্টের চাবিকাঠি। পরবর্তীতে ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। ইতিমধ্যেই ক্লাস ইলেভেনের সাইন্স নিয়ে পড়তে শুরু করেছে সে।
দেখুন আরও খবর: