কলকাতা: দুর্গাপুজোর পর শহর কলকাতায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে৷ যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ৷ তাই পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সমস্ত ছুঠি বাতিল করা হয়েছে৷ ২৫ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি থাকলেও আগামীকাল মঙ্গলবার থেকে পুরসভার স্বাস্থ্য বিভাগ খুলছে৷
সোমবার এই বিষয়টি নিয়ে পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ও প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ বৈঠকে বসেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর৷ করোনা বৃদ্ধির কারণ হিসাবে, পুজোর ছুটিতে করোনা পরীক্ষা না হওয়া, টিকাকরণ বন্ধ থাকার বিষয় গুলিও এ দিনের আলোচনায় উঠে এসেছে৷
কেন্দ্রীয় পুরভবনে বৈঠকে স্বাস্থ্য বিভাগ৷ নিজস্ব চিত্র৷
আরও পড়ুন-কাজে যোগ না দিলে শোকজ, আর জি করের অচলাবস্থা কাটাতে কঠোর স্বাস্থ্য ভবন
ঘরবন্দি জীবন থেকে পুজোয় বাইরে বেরিয়েছিল৷ মাস্ক মুখে থাকলেও সামাজিক দুরত্ব শিকেয় উঠেছিল৷তাই, করোনা সংক্রমণ নিয়ে ফের চিন্তার ভাঁজ প্রশাসনিক কর্তাদের কপালে৷ এ দিকে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পরপর তিন দিনের থেকে রবিরার রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে৷ বেড়েছে মৃত্যুর সংখ্যাও৷ ১৭ অক্টোবর পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমণ ছিল ১৫ লক্ষ ৮০ হাজার ৫৩০ জন৷ এই পরিস্তিতিতে রবিবার থেকে রাজ্যে পুরোদমে করোন ভ্যাকসিনেশন শুরু হয়েছে৷
এ দিকে কলকাতা পুরসভা সূত্রে খবর, কাল মঙ্গলবার থেকেই আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হবে৷ সামান্য উপসর্গ দেখা দিলেই শহুরের মানুষকে সচেতন হওয়ার বার্তাও দেওয়া হয়েছে।