কলকাতা: লোকসভা, বিধানসভা-পুরসভা নির্বাচন। পরপর তিন নির্বাচনেই ধরাশায়ী বামেরা। নিজেদের গড়ে কার্যত লেজেগোবরে অবস্থা তাদের। শুরুটা হয়েছিল লোসকভা ভোট দিয়ে। যাদবপুরে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হন তৃণমূলের অভিনেত্রী সাংসদ প্রার্থী মিমি চক্রবর্তী। টলিগঞ্জ বিধানসভা অনেক আগেই তৃণমূলের অরূপ বিশ্বাস দখলে নিয়েছে। টিম টিম করে জ্বলছিল টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ৯৮ নম্বর ওয়ার্ড। একুশের কলকাতা পুরভোটে সেটাও হাত ছাড়া হল। সিপিএমের ৩৬ বছরের গড় দখল করে নিল তৃণমূল৷ আনন্দে কেঁদে ফেলেন তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস৷
মঙ্গলবার কলকাতা পুরভোটের ফল প্রকাশ হয়েছে৷ ভোট গণনার শুরু থেকেই সিপিএমের মৃত্যুঞ্জয় চক্রবর্তীর সঙ্গে তৃণমূলের অরূপ চক্রবর্তীর তুমুল লড়াই৷ প্রথম দিকে এগিয়ে থাকেন মৃত্যুঞ্জয় চক্রবর্তী৷ মাঝে কিছুটা এগিয়ে তৃণমূলের অরূপ চক্রবর্তী এগিয়ে গিয়েও আবার মৃত্যুঞ্জয় চক্রবর্তী এগিয়ে যান৷ প্রাপ্ত ভোট সংখ্যার নিরিখে কাছাকাছি থাকেন অরূপ চক্রবর্তী৷ শেষ পর্যন্ত সেই অরূপ চক্রবর্তী ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তীকে ২৯৪ ভোটে হারিয়ে জয় ছিনিয়ে নেন৷
কলকাতা পুরসভার ৯৯ লম্বর ওয়ার্ড মূলত রানিগঞ্জ, নেতাজি নগর, টালিগঞ্জ, বাঁশদ্রোণী এলাকা৷ এই ওয়ার্ডের উত্তরে রয়েছে রায়পুর রোড। পূর্ব দিকে রয়েছে নাকতলা রোড এবং খানপুর রোড৷ দক্ষিণে রয়েছে টালি নালা ও পশ্চিমে নেতাজি সুভাষ চন্দ্র বসু রোড এবং নগেন্দ্র নারায়ণ দত্ত রোড। এই ওয়ার্ডে ২০১৫ সালে তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী ৩৭.১৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন৷ সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী ৫১.৫৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন৷
আরও পড়ুন- কলকাতা পুরভোটে সবুজ সুনামি, তৃণমূলের দখলে ছোট লালবাড়ির কুরসি
সব মিলিয়ে সংখ্যার বিচারে যদি হিসাব করে দেখতে হয় তো, ২০১৫ সালের নিরিখে কুড়িটি অতিরিক্ত আসন নিজেদের খাতায় যোগ করেছে তৃণমূল। গত পুর নির্বাচনে ১১৪টি ওয়ার্ডে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। মোট ভোটের ৫০ দশমিক ছয় ছয় শতাংশ ভোট পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এ বার সেই অঙ্ক বিপুল পরিমাণে বাড়িয়ে সত্তর শতাংশেরও বেশি ভোট নিজেদের ঝুলিতে পুরেছে তৃণমূল।তা