কলকাতা: পুরভোট (KMC Election 2021) অবাধ এবং শান্তিপূর্ণ করতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন থেকে শুরু করে বুথে বুথে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে৷ প্রতি ভোটগ্রহণ কেন্দ্র (KMC Election 2021) থেকে ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা লাগু থাকবে৷ চার জনের বেশি জমায়েতে নিষেধ করা হয়েছে৷ ৫০টি নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। ডায়মন্ড হারবার, হাওড়া ও বিধাননগর অঞ্চলেও নাকা চেকিং চলবে। এ ছাড়াও বেশ কিছু নির্দেশ দিয়েছে কমিশন।
কী কী নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন
আরও পড়ুন: KMC Election 2021: কলকাতা পুরভোটে কেন্দ্র বাহিনী নয়, জানাল হাই কোর্ট