চেতলা: এ যেন এলেন, দেখলেন, জয় করলেন। অন্য ওয়ার্ডের প্রচারে ব্যস্ত থাকায় এ বার ৮২ নম্বর ওয়ার্ডের প্রচারে সময় দিতে পারেননি ফিরহাদ হাকিম। তবে প্রচারের শেষ দিনে ফিরহাদ ঘরের মাঠে নেমে বুঝিয়ে দিলেন, তাঁর জনপ্রিয়তা ঠিক কতটা। শুক্রবার সকালে ৮২ নম্বর ওয়ার্ডের পার্টি অফিস থেকে মিছিল শুরু করেন ফিরহাদ। মিছিলে যত লোক ছিল, তার কয়েক গুন লোক রাস্তায় নেমে এসে অভিবাদন জানালেন ঘরের ছেলে ‘ববি’কে।
কী বললেন ববি
অন্য ওয়ার্ডে প্রচারে ব্যস্ত ছিলাম। তাই এ বার সেভাবে আসতে পারিনি। আজ শেষদিনের প্রচারে আপনাদের আর্শীবাদ চাইছি।
আপনারা আমাদের পরিবার। আমি চেতলার ছেলে, আপনাদের লোক। যতদিন বাঁচব আপনাদের সেবা করব। সবাইকে শুভেচ্ছা।
নবনীড়ের সব মাসিমা-মেসোমশাইকে প্রণাম। সবাই ভালো থাকুন। নতুন বছর আসছে। সবাই মিলে কেক খাওয়া হবে।
সবাই নেমে এসেছে রাস্তায়। মানুষ প্রচন্ড ভালোবাসে আমায়। আজকে পার্টির ছেলেরা সবাই আছে। অনেক সাধারণ মানুষও যোগ দিয়েছেন মিছিলে। চেতলার ছেলে হিসেবে সবাই আমায় ভালোবাসে।
চেতলায় প্রচারে ফিরহাদ
আরও পড়ুন: কবরস্থান নয়, বিজেপি সরকার জনগণের টাকায় মন্দির বানায়: যোগী আদিত্যনাথ