বীরভূম: রাত পোহালেই আগামীকাল, বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। সিদ্ধপীঠ বীরভূমের (Birbhum) তারাপীঠে (Tarapith) এখন থেকেই ভক্তদের ঢল নামতে শুরু করেছে। নবরূপে সেজে উঠেছে তারাপীঠ মন্দির চত্বর। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে। সেইমতো বৃহস্পতিবার ভোর সাড়ে চারটেয় শুরু হবে মঙ্গলারতি। প্রায় ১০ লক্ষ ভক্তদের সমাগম হবে মনে করছেন প্রশাসন। খুব স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা বীরভূম জুড়ে।
কথিত আছে, সাধক বামাক্ষেপা ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠের মহাশশ্মানে শ্বেতশিমুল বৃক্ষের তলায় তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাক্ষ্যাপা এদিন তারা মায়ের আবির্ভাব পান। এছাড়াও কথিত আছে, এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন। সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি এসেছে। ভাদ্র মাসে প্রথম অমাবস্যায় কৌশিকী অমাবস্যা হিসেবে ধরা হয়।
আরও পড়ুন: জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম
সিদ্ধপিঠ হিসেবে পরিচিত বীরভূমের তারাপীঠে কৌশিকী অমাবস্যায় আট থেকে দশ লক্ষ ভক্তদের ঢল নামবে, এমনটাই মনে করছেন জেলা প্রশাসন। খুব স্বাভাবিকভাবেই বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। দফায় দফায় বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারাপীঠ মন্দির, মন্দির সংলগ্ন এরিয়া পরিদর্শন করছেন।
রামপুরহাটের মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নিরাপত্তা সুনিশ্চিত করতে এক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। পুলিশের পাশাপাশি ১ হাজার ৭০০ সিভিক ভলেন্টিয়ারও রয়েছে। আকাশপথে নজরদারির জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে বলে যান গিয়েছে। থাকছে নিরাপত্তা ব্যবস্থায় ওয়াচ টাওয়ার এবং সিসিটিভিও। বুধবার সকাল ছ’টা থেকেই যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তারাপীঠ রুটের বাস বন্ধ থাকছে এদিন। তারাপীঠ ঢোকার আগে চাঁদপাড়া বা আম্মা মোড় এই সমস্ত রাস্তায় সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল। ভক্তদের মন্দির পর্যন্ত আসার জন্য নির্দিষ্ট জায়গায় আসতে পারবে ছোট গাড়ি করে। কৌশিকী অমাবস্যা উৎসব যাতে সুশৃঙ্খল ভাবে হয়, তার জন্য সব রকমের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।
তারাপীঠ মন্দির কমিটি সূত্রে খবর, কৌশিকী অমাবস্যা উপলক্ষে যেহেতু লক্ষ লক্ষ ভক্তদের ডল নামবে, সেই কারণে মন্দির কমিটির পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করা হয়েছে। মন্দিরে পর্যাপ্ত আলো এবং জলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মন্দির এলাকায় ব্যারিকেট করা হয়েছে, যাতে ভক্তরা লাইনে দাঁড়িয়ে সুস্থ ভাবে পুজো দিতে পারেন। এছাড়াও মন্দির কমিটির নিজস্ব নিরাপত্তা থাকছে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে যাতে কোনরকম বিশৃঙ্খলা তৈরি না হয় এই বিষয়গুলোর উপর জোর দিয়েছে তারাপীঠ মন্দির কমিটি।
সময়সূচী:
বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২৭ ভাদ্র পড়ছে কৌশিকী অমাবস্যা।
তিথি অনুযায়ী, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচ’টায় লাগছে কৌশিকী অমাবস্যা। সেদিন দিনভর থাকবে অমাবস্যা।
শুক্রবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত অমাবস্যা চলবে।