কলকাতা: শুক্রবার সাতসকালে ৪ অভিযুক্তদের নিয়ে কসবা ল কলেজে (Kasba Law College Incident ) হাজির হয়েছিলেন তদন্তকারীরা। এদিন ৪ ঘণ্টারও বেশি সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে বলে খবর। মনোজিৎদের নিয়ে যাওয়া হয় ইউনিয়ন রুম ও গার্ডরুমে। ইউনিয়ন রুম থেকে গার্ড রুম, প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের। ঘটনার পুনর্নির্মাণের ভিডিয়োগ্রাফি করছে পুলিশ। ২৫ জুন ঘটনার দিন রাতে কলেজ কী ঘটেছিল, তা-ই প্রতিটি বিষয় খুঁটিনাটি জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলের থ্রি ডি ম্যাপিং করছেন তদন্তকারীরা। গার্ডরুম, ইউনিয়ন রুম ও শৌচালয় রয়েছে বিশেষ নজরে। কলেজের ক্রাইম সিনের গোটাটাই কভার করা হবে ওই মডেলে। এই মডেল আদালতেও পেশ করা যাবে বলে জানাচ্ছে পুলিশ।
কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College Incident Investigatio) গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণ করলেন তদন্তকারীরা। শুক্রবার ভোররাতে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ মোট চার অভিযুক্তকে ওই কলেজে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, শুক্রবার ভোররাতে অভিযুক্তদের নিয়ে ওই কলেজে যান তদন্তকারীরা। সেখানে আগে থেকে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। কড়া পাহারায় গার্ডরুম ও ইউনিয়নরুমে নিয়ে যাওয়া হয়েছে মনোজিৎ-সহ আরও দুই অভিযুক্তকে। নিরাপত্তারক্ষী কলেজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, পিনাকী বন্দ্যোপাধ্যায়, রয়েছেন তিনিও। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলছে পুনর্নির্মাণের কাজ। তারপরেই থ্রি ডি মডেল তৈরি করা হচ্ছে। নতুন কোনও তথ্য সামনে আসে কি না, তার দিকেও রয়েছে নজর।
আরও পড়ুন: সিবিআই নয়, কলকাতা পুলিশের আস্থা, নির্যাতিতার বাবার
৮টা ২১ নাগাদ শেষ হয় পুনর্নির্মাণ। ৪ ঘণ্টা ধরে পুনর্নির্মাণ করানোর পরে অভিযুক্তদের নিয়ে কলেজ থেকে বেরিয়ে যান তদন্তকারীরা। ইউনিউয়ন রুম, গার্ড রুম- সেই দিন কোথায়, কখন, কী ঘটেছিল, তার পুনর্নির্মাণ করা হয় এ দিন। করা হয় ভিডিয়োগ্রাফিও। এক তদন্তকারী সংবাদসংস্থাকে জানান, নির্যাতিতার অভিযোগের সঙ্গে পুনর্নির্মাণে পাওয়া বিষয়গুলি মিলিয়ে দেখা হবে। ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জইব আহমেদের পাশাপাশি তদন্তকারীদের নজরে পিনাকীর ভূমিকাও। কসবাকাণ্ডে (Kasba Incident) মূল অভিযুক্ত মনোজিত মিশ্রের একের পর এক কুর্কীতি প্রকাশ্যে। এবার এই ঘটনার তদন্তে কলকাতা পুলিশের (Kolkata Police) তাঁর আস্থা রয়েছে বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা। সাউথ ক্যালকাটা ল’কলেজে গণধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ সাজা দেওয়া হোক, এমন দাবিই করলেন নির্যাতিতার বাবা।
দেখুন ভিডিও