ওয়েব ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান! নববর্ষের ঠিক আগের দিন সন্ধ্যেবেলা উদ্বোধন হয়ে গেল কালীঘাটের সাড়ে চারশো মিটার দীর্ঘ স্কাইওয়াক(Kalighat Skywalk)। উদ্বোধন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন নববর্ষের আগেই উদ্বোধন হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক। আর সেই কথা অনুযায়ী, সোমবার বিকেলে মুখ্যমন্ত্রীর নির্দেশনামায় উদ্ধোধন হল কালীঘাট স্কাইওয়ে। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মালা রায়, স্নেহাশিস চক্রবর্তী, শিল্পপতি সৃঞ্জয় বোস, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া, মেহুল মহান্ঙ্কা জিৎ গাঙ্গুলি, অদিতি মুন্সি, জুন মালিয়া-সহ অন্যান্যরা।
কালীঘাট স্কাইওয়ে উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দেন কালীঘাটের মন্দিরে।
আরও পড়ুন: আইন হাতে নেবেন না, প্ররোচনায় পা নয়, সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি করেছিলেন। তখনই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন কালীঘাটেও তৈরি হবে স্কাইওয়াক। তারপর দীর্ঘদিন ধরে চলেছে সেই স্কাইওয়াকের কাজ, আর অবশেষে ১৯৩২ নববর্ষের আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হল স্কাইওয়াক।
দেখুন অন্য খবর