কলকাতা: দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব। মমতাদি-অভিষেক সব জানেন। শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও থেকে বেররনোর সময় এমন মন্তব্য প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick)।
এদিন তিনি বলেন, আমি নির্দোষ। খুব তাড়াতাড়ি আমি ছাড়া পাব। বিজেপি আমাকে ফাঁসিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি। রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Scam) ইডি (ED)-র হাতে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয়। আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা অন্তর তাঁর স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা। তাই শুক্রবার তাঁকে কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে এমনই মন্তব্য করেন বনমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, দলের সঙ্গেই আছেন।