কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) নন্দীবাগানের বেআইনি নির্মাণের (Illegal Construction) জন্য এক লক্ষ টাকা জরিমানা বাড়িয়ে দুই লক্ষ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। ১০৬ নম্বর ওয়ার্ডে তিন তলা বেআইনি নির্মাণ অনুমোদনের জন্য হাইকোর্টে আবেদন। ১২ মার্চ আবেদন খারিজ করে ১ লক্ষ টাকা জরিমানা। ১৮ মার্চের মধ্যে টাকা মেটানোর নির্দেশ। ১২ মার্চের নির্দেশের বিরুদ্ধে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে। তাই অর্থ জমা করার সময় বৃদ্ধি করা হোক। এদিন আদালতকে জানান প্রোমোটারের আইনজীবী।
আরও পড়ুন: এসএসসির নিয়োগ মামলার শুনানি শেষ হাইকোর্টে, রায়দান স্থগিত
বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপযুক্ত শিক্ষা হওয়া প্রয়োজন। এই ভয়ংকর প্রবণতা রোখার স্বার্থে। তাই জরিমানা মেটানোর জন্য সময় বৃদ্ধির আবেদন খারিজ। অভিযুক্তকে ২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। পুরসভার প্রত্যেক কমিশনারকে তাঁর অধীনস্থ ইঞ্জিনিয়ারদের উপযুক্ত গাইডলাইন দেওয়া হোক। যার ফলে ওই ইঞ্জিনিয়াররা তাঁদের এলাকার বরোগুলিতে নিয়মিত অনুসন্ধান চালাবেন। কোন নতুন নির্মাণ আইন মাফিক হচ্ছে কিনা খতিয়ে দেখবেন। যদি তা না হয়, তাহলে তৎক্ষণাৎ আইনানুগ ব্যবস্থা তাঁরাই নেবেন। ১২ মার্চের নির্দেশে বলেছিল আদালত।
অন্য খবর দেখুন