Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
EXCLUSIVE: জয়ের নামে ফেসবুক পোস্টে বিতর্ক, বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের
পল্লবী দত্ত Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ০৮:১৪:৩৪ পিএম
  • / ৯১০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

কলকাতা: কবি জয় গোস্বামী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফেসবুক পোস্ট৷ এবং সেই ফেসবুক পোস্টকে ঘিরে বিতর্ক গড়াল বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম অবধি৷ ওই ফেসবুক পোস্টে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসা বাবদ জয় গোস্বামী কেন সরকারি সাহায্য নিয়েছেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়৷ প্রশ্ন তোলা হয়, কেন নবান্ন থেকে ‘পাবলিক মানি’ এভাবে বিল মেটাতে খরচ করা হল৷

আরও পড়ুন: পোশাক নিয়ে ‘নীতিপুলিশি’,’ফুলপ্যান্ট’ পরেই অভিযোগ নিল কসবা থানা

কিছুদিন আগেই কোভিডে আক্রান্ত হন কবি জয় গোস্বামী৷ বেশ কিছুদিন বেলেঘাটা আইডি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন৷ তাঁর চিকিৎসার দেখভাল করেছেন অতিমারী বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর যোগীরাজ রায়৷ সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেও ফের অসুস্থ হয়ে পড়েন জয়৷ তাঁকে ফের সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেই সময় ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসার যাবতীয় দায় নিয়েছিল রাজ্য সরকার৷ চলতি সপ্তাহের শুরু থেকেই ফেসবুকে ট্রোল হতে শুরু করে৷ জয় গোস্বামী তো বটেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে ওই ফেসবুক পোস্ট থেকে আঙুল তোলা হয়৷ কলকাতা টিভি ডিজিটাল ডেস্ক এই নিয়ে জয় গোস্বামীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে৷ জানা যায়, বুধবার জয় গোস্বামীর মেয়ে দেবত্রী গোস্বামীর কাছে একটি মেসেজ ফরোয়ার্ড হয়ে আসে৷ মেসেজটি ছিল ওই ফেসবুক পেজের স্ক্রিনশটের৷ প্রথম দিকে কবির পরিবার এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চায়নি৷ কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ ২২ জুলাই সকাল থেকেই বিষয়টি নিয়ে ঘনঘন ফোন আসতে থাকে৷ হোয়াটসঅ্যাপ আসতে থাকে৷ যাতে বিভ্রান্ত হয়ে পড়েন কবি ও তাঁর পরিবার৷

জয় গোস্বামীর বয়স এখন ৬৭৷ কোভিড আক্রান্ত হওয়ার পর বেশ কিছু শারীরিক অসুবিধা তৈরি হয়েছে তাঁর৷ ফেসবুক এই পোস্ট সংক্রান্ত টানাপড়েনে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন৷ জয়ের মেয়ে দেবত্রী সিদ্ধান্ত নেন বিষয়টি নিয়ে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন৷

দেবত্রী গোস্বামী জানিয়েছেন, ‘আমার বাবা-মা দু’জনেরই অনেক বয়স হয়েছে৷ এই ঘটনায় দু’জনেই অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত৷ যেভাবে তাঁদের বিরক্ত করা হচ্ছিল তাতে আমি মেয়ে হিসাবে পুলিশে অভিযোগ জানিয়েছি৷ বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে আমি মেল পাঠাই৷ পরে সরাসরি গিয়ে অভিযোগ জমা দিয়েছি৷ বলে রাখা ভালো, ফেসবুক পোস্টে যে দাবি করা হয়েছে যে নজরুল অ্যাকাডেমির সভাপতির পদ থেকে জয় গোস্বামী কয়েক লক্ষ টাকা রোজগার করেন তা সম্পূর্ণ ভুল৷ এই পদ একটি অবৈতনিক পদ৷ কোনও সাম্মানিক অর্থ এই পদে থেকে আমার বাবা রোজগার করেন না৷ রাজ্যের মুখ্যমন্ত্রী জয় গোস্বামীর আনুগত্য কিনে নিচ্ছেন, এমন কুরুচিকর মন্তব্য এরাজ্যের মুখ্যমন্ত্রী এবং কবি জয় গোস্বামী দু’জনের ক্ষেত্রেই অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক বলে আমি মনে করি৷’

আরও পড়ুন: ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে পাকড়াও সরকারি আধিকারিক

বিধাননগর সাইবার ক্রাইম দেবত্রী গোস্বামীর এই অভিযোগ জমা নিয়েছে৷ ফেসবুক এবং হোয়াটস অ্যাপের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের পক্ষ থেকে৷ জয় গোস্বামীর পরিবারের পক্ষ থেকে ওই ফেসবুক পোস্টটি সরিয়ে নেওয়ার জন্য সাইবার ক্রাইম পুলিশের কাছে অনুরোধ করা হয়েছে৷ পুলিশের কাছে যে অভিযোগ করা হয়েছে তাতে ফেসবুক ব্যবহারকারী সৌরভ দত্ত এবং সন্দীপ চক্রবর্তী নামে দু’জনের প্রোফাইলের কথা উল্লেখ করা হয়েছে৷

কলকাতা টিভির ডিজিটাল টিম জয় গোস্বামীর সঙ্গে যোগাযোগ করেছিল৷ তিনি জানিয়েছেন, ‘এ ব্যাপারে আমি দুটো কথা বলতে চাই৷ প্রথম কথা, ওই পোস্টে বলা হয়েছে নজরুল অ্যাকাডেমির সভাপতির পদে থেকে আমি কয়েক লক্ষ টাকা রোজগার করে থাকি৷ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের যে কোনও আধিকারিকের কাছে জানতে চাইলে এটা স্পষ্ট হবে যে নজরুল অ্যাকাডেমির সভাপতির পদটি সম্পূর্ণ অবৈতনিক৷ দ্বিতীয় কথা, বলা হয়েছে আমার চিকিৎসার ব্যয়ভার বহন করে আমার আনুগত্য কিনতে চেয়েছেন মুখ্যমন্ত্রী৷ যাঁরা এটা লিখছেন তাঁরা এর অতীতটা জানেন না৷ মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় ছিলেন না যখন কেন্দ্রীয়মন্ত্রীও নন, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নেত্রী সেই ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে তাঁর প্রতি আমার প্রতক্ষ্য সমর্থন আছে৷ তখন একটি বই লিখেছিলাম আমি ‘শাসকের প্রতি’৷ সেই তখন থেকে মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও সমর্থন জাগ্রত আছে৷ আমি একজন সাধারণ মানুষ৷ আমাকে যখন-তখন অপমান করা যায়৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার আনুগত্য কিনতে চেয়েছেন বলে যেভাবে লেখা হয়েছে তা এরাজ্যে মুখ্যমন্ত্রীর পক্ষে অপমানজনক৷ এর আগেও ২০১২ সালে একটি বেসরকারি নার্সিংহোমে আমি ১২ দিন ভর্তি ছিলাম৷ তখনও রাজ্য সরকার আমার চিকিৎসার দায়ভার নিয়েছিল৷ আমাদের তিনজনের পরিবার৷ এই ঘটনার পর যেভাবে আমার মেয়ে এবং স্ত্রীয়ের কাছে একের পর এক ফোন ও মেসেজ আসছে তাতে আমরা অত্যন্ত বিপন্ন বোধ করছি৷ আমার মেয়েই আমাদের পরিবারের অভিভাবক৷ সেই বিষয়টির গুরুত্ব বুঝে নিজেই অভিযোগ লিখে থানায় গিয়ে জমা দিয়ে এসেছে৷’

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

এই নিয়ে দ্বিতীয়বার, জামিনের মেয়াদ বাড়ল কালীঘাটের ‘কাকু’ ওরফে সুজয়কৃষ্ণের
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
ভিতরে এসএসসির চেয়ারম্যান, বাইরে বিক্ষোভ
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
এবার বিরাট দাবি চাকরিহারাদের কী জানালেন তাঁরা? দেখুন
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
আজ মেদিনীপুরে প্রশাসনিক সভা মমতার
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
নরম হলেন চাকরিহারারা, অনাহারে কষ্ট পাক এসএসসি চেয়ারম্যান চান না তাঁরা
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
শিক্ষকদের অবস্থানে বাইরের আন্দোলনকারীও রয়েছেন’, বললেন কমিশনের চেয়ারম্যান
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
সপ্তাহ শেষে কালবৈশাখীর পূর্বাভাস, বৃষ্টি থামতেই তাপপ্রবাহের আশঙ্কা
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
রাতভর ঘেরাও রইলেন এসএসসির চেয়ারম্যান, চাকরিহারারা রাস্তাতেই
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
কৃষ্ণা নবমীতে বড় যোগ, কেরিয়ারে উন্নতি কাদের?
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
চাকরিহারাদের বিক্ষোভে ভাঙল পুলিশি ব্যারিকেড
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
প্রায় ৭ ঘন্টা বিক্ষোভের পর চাকরিহারা শিক্ষকদের নিয়ে বিবৃতি দিল এসএসসি
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
এবার চাকরিহারাদের পাশে জুনিয়র চিকিৎসকেরা
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
আবার হারল কেকেআর, প্লে অফ এখন স্বপ্ন
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
বুধে এসএসসি ভবনের সামনে মহা সমাবেশের ডাক
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team