কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে চাকরিহারাদের (SSC Jobless Teacher) পরীক্ষায় বসার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর ঘোষণায় হতাশ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। চাকরিহারারা বললেন, “মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি দেখে আমাদের মনে হল সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা ঘোষণা করলেন।”
নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recuitment case) সুপ্রিম কোর্টের নির্দেশের ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় কোর্ট। তবে ফের পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারারা (SSC Jobless Teacher)। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মে-এর মধ্যেই নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য। চাকরিহারাদের নতুন করে পরীক্ষা না দেওয়ার কোনও নয়া নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়, তা হলে আর এই নোটিফিকেশন কার্যকর হবে না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর হতাশ চাকরিহারারা।
আরও পড়ুন: ২টো অপশনের কথা জানালেন মমতা, কী কী অপশন? দেখুন এই ভিডিও
নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে নিজেদের ‘মৃত্যুপরোয়ানা’ বলে মনে করছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকশিক্ষিকারা। শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের অন্যতম মুখ বৃন্দাবন ঘোষ বলেন, ‘‘ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মুখ্যমন্ত্রী আর আজকে মুখ্যমন্ত্রীকে দেখে মনে হচ্ছে দুজন আলাদা। আশঙ্কা যা করেছিলাম, সেটাই সত্যি হল। আমরা চাইনি সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করুক। কিন্তু আজ যে ভাবে বিজ্ঞপ্তির কথা জানানো হল, তা দেখে মনে হচ্ছে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। আমাদের কারওই আবার পরীক্ষা দেওয়ার মানসিক অবস্থা নেই। তিনি আরও বলেন, সাত বছর এক জায়গায় চাকরি করার পর আবার সেই একই চাকরির জন্য ‘যোগ্যতা’ প্রমাণ করতে হবে আমাদের? হাতে গোনা কয়েক দিনের মধ্যে প্রস্তুতি নেওয়া কি সম্ভব? প্রশ্ন ‘যোগ্য’দের। বৃন্দাবনদের প্রশ্ন, ‘‘কেন আবার যোগ্যতা প্রমাণ করতে হবে? কোর্টও আমাদের সঙ্গে সুবিচার করেনি। সরকারও করল না।’’
দেখুন ভিডিও