কলকাতা: বিকাশ ভবনে চাকরিহারাদের (Jobless Teachers Bikash Bhavan) বিক্ষোভ। পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি। বৃহস্পতিবার সকালে বিকাশ ভবন অভিযানে শামিল হন তাঁদের একাংশ। বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ ব্যারিকেড দেয়, তা ভেঙে এগিয়ে যান চাকরিহারারা (Protest Jobless Teachers)। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। বিকাশভবনের সামনের দিকে গেট ভাঙার চেষ্টা করতে থাকেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। বিকাশভবনের গেট ভেঙে ফেলেন তাঁরা। বিকাশভবনের ভিতরে ঢুকে পড়েন চাকরিহারারা। অভিযান ঘিরেই তুলকালাম বেঁধে যায় সল্টলেকে। ধাক্কাধাক্কিতে চাকরিহারাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তবে বিকাশভবন আজ কার্যত দখল করে নেন চাকরিহারারা। তাঁর সাফ জানিয়েছেন, নতুন করে পরীক্ষায় বসবেন না। রাজ্য সরকারের জন্য চাকরি গিয়েছে, রাজ্যকেই চাকরি ফিরিয়ে দিতে হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। রাজ্য সরকার তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। প্রয়োজনীয় আইনি লড়াইয়ের আশ্বাস দেন। শীর্ষ আদালতে রাজ্য সরকর রিভিউ পিটিশন ফাইল করে। বুধবার গ্রুপ ডি ও গ্রুপ সির চাকরিহারাদের ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁদের দাবি, ভাতা নয়, যোগ্যতার ভিত্তিতে চাকরি ফিরিয়ে দিতে হবে। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ সদস্যেরা। চাকরিহারাদের সাত দফা দাবি রয়েছে। সেই মতো এদিন সকালে বিকাশ ভবন অভিযানে শামিল হন তাঁদের একাংশ। ক্রমেই উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে মূল গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন শিক্ষকেরা। প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। তাঁরা পরিস্থিতি সামাল দিতে গেলে চাকরিহারারা তাঁদের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পুলিশ আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছেন। এক আন্দোলনকারী বলেন, “এটা কিছুই নয়। নবান্নের ১৪ তলার গেট ভাঙব আমরা। যোগ্যদের তালিকা বাঁচাতেই হবে।
চাকরিহারাদের সাত দফা দাবি রয়েছে। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল মে মাসের মধ্যে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। তা হয়নি। রাজ্য উদ্যোগ নিচ্ছে না।যোগ্য অযোগ্যদের তালিকা বিকাশভবন প্রকাশ করেনি। একই চাকরির জন্য বার বার যোগ্যতার পরীক্ষা তাঁরা দেবেন না। প্রয়োজনে রাজ্য সরকারকে স্বতন্ত্র ক্ষমতা প্রয়োগ করে নতুন প্যানেল প্রকাশ করে বৈধ উপায়ে ‘যোগ্য’দের চাকরি ফিরিয়ে দিতে হবে। একইসঙ্গে তাঁদের প্রশ্ন, “অন্যের পাপের দায় আমরা কেন নেব?” চাকরিহারাদের ঘেরাও অভিযানের পাশাপাশি বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় পথনাটিকাও করবেন চাকরিহারারা। দুপুর ৩টে নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বিকেল ৪টে নাগাদ যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের সামনে পথনাটিকা করা হবে।
দেখুন ভিডিও