কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় পুলিশ ও চাকরিহারা শিক্ষকদের (SSC JoblessTeacher) সঙ্গে বচসা বেঁধেছে। এদিন সন্ধ্যায় ফের উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন (Bikash Bhavan) চত্বরে। পুলিশ ও চাকরিহারা শিক্ষকদের ধস্তাধস্তিতে আহত এক পুলিশ। চাকরিহারাদের ছোড়া ইটে আহত হয়েছেন পুলিশের এসআই সত্যজিৎ রায়। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ সদস্যেরা। চাকরিহারাদের সাত দফা দাবি রয়েছে। সেই মতো এদিন সকালে বিকাশ ভবন অভিযানে শামিল হন তাঁদের একাংশ। ক্রমেই উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে মূল গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন শিক্ষকেরা। প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। তাঁরা পরিস্থিতি সামাল দিতে গেলে চাকরিহারারা তাঁদের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। বিকাশভবনের গেট ভেঙে ফেলেন তাঁরা। বিকাশভবনের ভিতরে ঢুকে পড়েন চাকরিহারারা। অভিযান ঘিরেই তুলকালাম বেঁধে যায় সল্টলেকে।দ্বিতীয়বার তারা পরীক্ষা দেবেন না। সাফ জানালেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। ফের পরীক্ষায় বসতে হলে মুখ্যমন্ত্রী, সাংসদ-সহ সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে। সবাইকে ফের নির্বাচিত হতে হবে। এমন চ্যালেঞ্জই ছুড়ে দিলেন চাকরিহারা শিক্ষকরা।
আরও পড়ুন: পরীক্ষায় বসতে হলে, জনপ্রতিনিধিদের ফের নির্বাচিত হতে হবে, হুঁশিয়ারি চাকরিহারাদের
বিকেলে সেখানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মহিলা পুলিশও আসে। সাইরেন বাজানো শুরু করে। অভিযোগ এরপরই চাকরিহারাদের উপর ব্যাপক লাঠিচার্জ শুরু হয়। বিকাশ ভবন চত্বর থেকে তাঁদের বের করে দেওয়ার চেষ্টা করেন পুলিশকর্মীরা। তাতেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। সেই সময় ভিড় থেকে ছোড়া ইটের ঘায়ে আহত হন এক পুলিশকর্মী।
দেখুন ভিডিও