কলকাতা: রাজ্যপালকে পালটা তোপ বিধানসভার অধ্যক্ষ (Assembly Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee)। রাজ্যপাল জগদীপ ধনখড় (jagdeep dhankhar) বিধানসভায় এসে অসৌজন্যমূলক আচরণ করলেন বলে অভিযোগ অধ্যক্ষের। তিনি বলেন, রাজ্যপাল শুধু আম্বেদকরকে শ্রদ্ধা জানাবেন বলে আমাকে জানানো হয়েছিল। কিন্তু রাজ্যপাল যে ভাবে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে, আমাকে বিদ্ধ করলেন তা ঠিক হয়নি বলে আমি মনে করি। তিনি রাজভবনে সাংবাদিক বৈঠক করতে পারতেন তা না করে আম্বেদকরের মূর্তির সামনে দাঁড়িয়ে এক গাদা কথা বলে গেলেন।
রাজ্যপাল যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন অল্প দূরেই দাঁড়িয়ে ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি প্রমুখ। অধ্যক্ষ রাজ্যপালকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান। তার পরই ধনখড় সাংবাদিক সম্মেলনে তীব্র ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি অধ্যক্ষের ভূমিকারও সমালোচনা করে বলেন, অধ্যক্ষ আমাকে ব্ল্যাক আউট করছেন। অধ্যক্ষের জানা উচিত রাজ্যপালের ক্ষমতা কতটা। আমার বিরুদ্ধে বিভিন্ন বিল আটকে রাখার মিথ্যে অভিযোগ কড়া হচ্ছে। আমার টেবিলে কোনও বিল আটকে থাকে না।
জবাবে বিধানসভার অধ্যক্ষ জানান, রাজ্যপালের কাছে অনেক বিলই সইয়ের অপেক্ষায় রয়ে গিয়েছে। হাওড়া পুরসভার বিল, গণপিটুনি বিল আজও আটকে রেখেছেন। তিনি বাংলা ভালোই বোঝেন। বাংলায় কথাও বলেন। রাজভবনে বিলের ভাষা তর্জমা করার জন্য অফিসাররাও আছেন। তবু, অযথা তিনি বিল আটকে রাখেন। তাঁর পছন্দমতো শব্দ বিলে রাখতে হবে বলে দাবি করেন রাজ্যপাল। অধ্যক্ষ বলেন, জানি না উনি কার মুখপাত্র হিসেবে এসব কথা বলছেন। অধ্যক্ষ আরও বলেন, ‘রাজ্যপাল তাঁর সাংবিধানিক জায়গা থেকে কথা বলছেন। আমি আমার সাংবিধানিক এক্তিয়ার থেকে কথা বলছি। আমি কোনও বিতর্কে যেতে চাই না।’
আরও পড়ুন- Jagdeep Dhankhar: রাজ্যের অফিসারদের হুমকি রাজ্যপালের
অধ্যক্ষ বলেন, এর আগে এরকম ঘটনা বিধানসভায় আগে কখনও ঘটেনি। আজ যা হল, রাজ্যপাল এটা না করলেই ভালো করতেন। আমি এর আগে অনেক রাজ্যপাল দেখেছি। তাঁদের সংস্পর্শে এসেছি। কিন্তু কেউ এই রাজ্যপালের মতো আচরণ করেননি।