কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর অর্থবিল ২০২২ সংক্রান্ত জটিলতা কাটিয়ে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। বুধবার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করার পর রাজ্যের মুখ্য অর্থসচিব মনোজ পন্থ একথাই জানিয়েছেন। সাড়ে ৩ ঘণ্টা ম্যারাথন বৈঠকের পর টুইট করে এই দাবিই করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।
বুধবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং মুখ্য অর্থসচিবকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। আইনশৃঙ্খলা সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যা রাজ্যপাল দিন ১৫ আগে মুখ্যসচিবের কাছে জানতে চেয়েছিলেন। কিন্তু মুখ্যসচিব কিছু জানাননি। তারপরই আজ রাজ্যপাল মুখ্যসচিবকে তলব করেন।
এদিন বিকেল ৪টে নাগাদ রাজ্যপাল দুই সচিবকে ডেকে পাঠিয়েছিলেন। সেই মতো রাজভবনে আসেন তাঁরা। সাড়ে তিন ঘণ্টার ম্যরাথন বৈঠক হয়। শেষে রাজ্যপাল জানান বন্ধুত্বপূর্ণ পরিবেশে এদিন আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যে অর্থবিলে রাজ্যপাল এখনও রাজ্যপাল সই করেননি তা নিয়েও কথা হয়েছে। শীঘ্রই এর সমাধান হবে বলেও জানা গিয়েছে।
https://twitter.com/jdhankhar1/status/1509167248015228934?s=20&t=a4F35DZZkDIciJwi9nnULQ
আরও পড়ুন- Jagdeep Dhankhar: ‘খাদে ঝুলছে প্রশাসন’, মুখ্যমন্ত্রী মমতাকে ডেকে পাঠালেন রাজ্যপাল