কলকাতা : সোমবার রথযাত্রা উপলক্ষ্যে বিভিন্ন স্থানে উৎসব শুরু হয়েছে। ভক্ত সমাগম না থাকলেও রথযাত্রার আয়োজনে কোনো ত্রুটি রাখছে না কলকাতার অ্যালবার্ট রোডে অবস্থিত ইস্কন মন্দির কর্তৃপক্ষ। কিন্তু এবার আর রথে চেপে নয়, গাড়িতে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ।
বঙ্গে করোনা পরিস্থিতি। সেই অবস্থায় ভক্তহীন রথযাত্রার আয়োজন করেছে অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির। এদিন সকল থেকেই অ্যালবার্ট রোডের ইস্কন মন্দিরে দেখা গেল রথযাত্রার আয়োজন। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার আর রথে নয়, গাড়িতে করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি। অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির থেকে ৩ কিলোমিটার দূরে গুরুসদয় রোডে অবস্থিত ইসকন হাউস, যা মাসির বাড়ি বলেই পরিচিত। করোনার জেরে রথ না বেরোলেও ১৫টি গাড়ির একটি কনভয় প্রস্তুত রাখা হয়েছে। সেই কনভয়েতে করেই মাসির বাড়ি যাবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তবে তার আগে ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার জন্য নৈবেদ্য এবং ভোগ পাঠাবেন। সেই নৈবেদ্য এবং ভোগ সমর্পণ করার পর মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ। ইস্কন মন্দিরের তরফে বলা হয়েছে যে, গুরুসদয় রোডের মাসির বাড়িতে ২০ জুলাই পর্যন্ত থাকবেন জগন্নাথ।