কলকাতা: অবশেষে ভারতে কমল খুচরো বাজারের দাম (Retail Inflation rate)। অগাস্টে তা ৬.৮৩ শতাংশে নেমেছে। জুলাই মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল। জুলাই মাসের পর অগাস্টে এসে তা কমেছে। সেপ্টেম্বরে আরও কমবে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
মুদ্রাস্ফীতির হার কমায় জুলাইয়ের তুলনায় অগাস্টে খাদ্যপণ্যের দামও কিছুটা কমেছে। ফলে খানিকটা স্বস্তিতে মধ্যবিত্ত শ্রেণি। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী অগাস্টে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.৯৪ শতাংশ। যা জুলাইয়ে ছিল ১১.৫১ শতাংশ। অন্যদিকে ভারতের শিল্প উৎপাদন জুলাই মাসে ৫.৭ শতাংশ বেড়েছে, যা এক বছর আগের জুলাইয়ে ২.২ শতাংশ ছিল।
আরও পড়ুন: Fourth Pillar | জি টোয়েন্টি এবং মোদিজির ধ্যাষ্টামো
মনে করা হচ্ছে, খুচরো মুদ্রাস্ফীতির হার কমায় সবজির দাম আরও কমতে পারে। যদিও দুধ, ফল ইত্যাদির দাম চড়াই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। খুচরো মুদ্রাস্ফীতি হ্রাস পেলে বাজারে নানা জিনিসের দাম সস্তা হবে। ফলে আমজনতা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নেবে। গত বছরের এপ্রিলে কয়েক বছরের রেকর্ড ভেঙে দেশের খুচরো মূল্যবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছিল ৭.৭৯ শতাংশে। ফলে জিনিসপত্রের দাম বাড়তে পারে, এই আশঙ্কা ক্রমেই বাড়ছিল। মুদ্রাস্ফীতির হার হ্রাস পাওয়ায় এই আশঙ্কা কমল।