কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে মঙ্গলবার স্পষ্ট জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই নতুন করে বিক্ষোভে নামেন চাকরিহারারা। ইউনাইটেড টিচিং এন্ড নন টিচিং ফোরাম এর পক্ষ থেকে বুধবার চাকরিহারা শিক্ষকদের একাংশ হাজরা মোড় থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে যাওয়ার পথে আটক হলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ (SSC Deprived Teachers)। বিক্ষোভকারীদের পুলিশি ধরপাকড়। প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের। ঘটনাকে কেন্দ্র করে হাজরা মোড়ে তীব্র উত্তেজনাও ছড়ায়।
বিক্ষোভ দেখাচ্ছেন ‘নট স্পেসিফিক্যালি টেন্টেড’-দের একাংশ। যাঁরা স্কুলে যেতে পারছেন না, তাঁরা বেতনও পাচ্ছেন না। তাঁদেরই একাংশ বুধবার সকালে কালীঘাটের অদূরে হাজরা মোড়ের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী বললেন, “মুখ্যমন্ত্রী বলছেন, সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাচ্ছেন। আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে এসেছিলাম, যে আমরা স্কুলে যাচ্ছি না। আমরা ১৮০৩ জন স্কুলে যাচ্ছি না।
আরও পড়ুন: প্রবল দুর্যোগ, সুন্দরবনের উপকূলে জলোচ্ছ্বাসের সতর্কতা
ফোরামের অন্যতম সদস্য কমলেশ কপাটের বক্তব্য, নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রথমে যোগ্যদের যে ১৭২০৬ জনের তালিকার কথা বলা হয়েছিল সেখানে আমাদের নাম ছিল। কিন্তু নতুন যে তালিকাগুলো এসএসসি ডিআই অফিসে পাঠাচ্ছে সেখানে নতুন করে ১হাজার ৮০৩ জনকে বাদ দিয়ে নতুন করে ১৫ হাজার ৪০৩ জনের তালিকা প্রস্তুত করেছে কমিশন। কী কারণে নাম বাদ দেওয়া হল তা স্পষ্ট করা হয়নি।
অন্য খবর দেখুন