কলকাতা: টাকার বিনিময় বাংলাদেশি নাগরিকদের মিলত ভারতীয় নাগরিকত্ব। তৈরি করে দেওয়া হত জাল সরকারি পরিচয় পত্র। বড়সড় পর্দা ফাঁস। চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করল লেক টাউন থানার পুলিশ।
রাজ্যে বেআইনি ভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের কাছে টাকার বিনিময় পৌঁছে যেত জাল সরকারি পরিচয় পত্র। এমনি তথ্য মিলল বাংলাদেশি নাগরিককে জেরা করে। গত জুন মাসের ১৯ তারিখ ভুয়ো নথিসহ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। তার কাছ থেকেই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য।
ওই বাংলাদেশি নাগরিক প্রথমে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে। এরপর টাকা দিয়ে তৈরি করে ভারতীয় নাগরিকত্বের জাল নথি। সেই তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু করে লেক টাউন থানার পুলিশ। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে লেক টাউন থানার পুলিশ হানা দেয় নিউটাউন এলাকায়। সেখান থেকেই ভুয়ো সরকারি পরিচয় পত্র তৈরির চক্রের মূল পান্ডা শেখ গোলাম মোর্তজাকে গ্রেফতার করে।
আরও পড়ুন- রাজ্যের ২২টি ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ভুয়ো, জানাল এআইসিটিই
পুলিশ সূত্রে খবর, আমডাঙার বাসিন্দা অভিযুক্ত শেখ গোলাম মোর্তজা নিউটাউন এলাকায় ভুয়ো সরকারি নথি এবং ভুয়ো পরিচয়পত্র তৈরির করত। এর সঙ্গে বড় চক্র জড়িত আছে বলেও পুলিশের অনুমান। টাকার বিনিময় বিদেশি নাগরিকদের ভুয়ো ভারতীয় নাগরিকত্ব তৈরি করে দিত এই চক্র।
আরও পড়ুন- এবার যোগীর রাজ্যে গ্রেফতার ভুয়ো পুলিশ অফিসার
শুক্রবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ। এই চক্রের বাকিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে লেক টাউন থানার পুলিশ।