কলকাতা: ভয়াবহ আগুন যাদবপুরে। সোমবার যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির ক্যাম্পাসে ভয়াবহ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন।
এদিন দুপুরে হঠাৎ কালো ধোঁয়া দেখতে পাওয়া যায় আইআইসিবি বিল্ডিংয়ে। বাড়তে থাকে আগুনের পরিমাণ। পরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। গবেষণাগারে মজুত ছিল প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ। ওই গবেষণাগারে আগুন নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও ছিল। তবে প্রশ্ন উঠছে এত বড় গবেষণাগারে কীভাবে আগুন ছড়িয়ে পড়ল। জানা গিয়েছে, ওই গবেষণাগারে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। যার নাম ফিউম হুড। তার ঠিক পাশেই ছিল ফ্রিজ। কোনও কারণে সেই ফ্রিজ থেকে আগুনের ফুলকি বেরোয়। সামনেই ছিল একটি কাঠের টেবিল। দ্রুত তাতে আগুন ধরে যায়। পরে তা ছড়িয়ে পড়ে। এমনটাই অনুমান করছেন প্রতিষ্ঠানের কর্মীদের একাংশ। কেউ কেউ জানান, ভিতর থেকে বিস্ফোরণের আওয়াজও পাওয়া গিয়েছে। দমকলের এক অফিসারের মতে, ওই প্রতিষ্ঠানে নানান দাহ্য রাসায়নিক পদার্থ নিয়ে গবেষণার কাজ চলে। ফরেনসিক তদন্ত হলে বোঝা যাবে, কীসের থেকে আগুন লাগল। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসুও।
আরও পড়ুন: Karnataka Hijab Row: কর্নাটকের কলেজে আবারও ফেরানো হল হিজাব পরা ছাত্রীকে