কলকাতা: জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুর নিয়ে জোর তরজা বিজেপি এবং তৃণমূলের মধ্যে। শনিবার বিরোধীদের জোট ইন্ডিয়ার এক প্রতিনিধিদল কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে মণিপুরে গিয়েছেন। এদিন কলকাতা বিমান বন্দরে নেমে ইন্ডিয়ার প্রতিনিধিদলকে তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, মণিপুরে না গিয়ে অধীরবাবুদের উচিত বাংলায় সন্ত্রাসের পরিস্থিতি দেখতে আসা। অনুরাগকে পাল্টা কটাক্ষ করে, তৃণমূল নেত্রী এবং মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, এই অনুরাগ ঠাকুরই শাহীনবাগ আন্দোলনের সময় গলি মারো গদ্দারোকো বলে মন্তব্য করেছিলেন। আমরা ভুলে যাইনি সেই কথা। তিনি কোন মুখে বাংলার সন্ত্রাসের কথা বলেন
দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে ভোট হিংসা নিয়ে তিনি বলেন, ইন্ডিয়া জোটের সাংসদদের মণিপুরে যাওয়া শুধু মাত্র দেখনদারি।মণিপুর যখন জ্বলছিল তখন বিরোধীরা কেউ কোনও কথা বলেননি।এরপর তিনি আরও বলেন, আমি অধীর বাবুকে অনুরোধ করব নিজের দোল নিয়ে যেন একবার বাংলায় আসে।বিরোধী জোটের কাছে তাঁর প্রশ্ন, রাজস্থানে যেখানে নারীদের বিরুদ্ধে হত্যা ও অপরাধ হচ্ছে সেখানে ইন্ডিয়া জোটের সদস্যরা যাচ্ছেন না কেন?
আরও পড়ুন: Buddhadev Bhattacharya | শ্বাসকষ্টের সমস্যা, হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য
অনুরাগ ঠাকুরের মন্তব্যের পাল্টা জবাব দিয়ে শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, আজকে বাংলায় এসে অনুরাগ বাবু সন্ত্রাসের কথা বলছেন।সন্ত্রাস তো আপনার পার্টি করেছে। আপনারাই বলেছেন, এখানে মানুষের নির্বাচিত সরকার বা মমতা ব্যানার্জীর সরকার আপনারা উল্টে দেবেন। এখানে রাষ্ট্রপতি শাসন হওয়া। উচিত। কিন্তু কেন আপনারা মণিপুর যাচ্ছেন না? এই প্রশ্নের জবাব দেবেন তো।বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দল আসবে বাংলায়, কেন মণিপুরে ফ্যাক্ট ফাইন্ডিং করবেন না?