কলকাতা: রাজ্য সরকারের কাছে বাস ভাড়া বৃদ্ধির আবেদন বাস মালিক সংগঠনের। ভাড়া না বাড়লে গড়াবে না বাসের চাকা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানালেন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সভাপতি। সেইসঙ্গে বেসরকারি পরিবহণ ক্ষেত্রের আর্থিক সঙ্কট কাটাতে রাজ্যের ২৩টি সমবায় ব্যাঙ্ক থেকে স্বল্প সুদে বাস পিছু ২ লক্ষ টাকা ঋণ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: এসএসসি ভবনে বিক্ষোভ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের
তাঁদের দাবি, রাজ্য সরকারকে আর্থিক প্যাকেজ দিতে হবে। করোনা পরিস্থিতিতে বহুদিন পর রাস্তায় নেমেছে বাস। দীর্ঘদিন ধরে বাস না চলায় বহু লোকসান হয়েছে তাঁদের। তাতে পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া। তাই ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। বর্তমানে পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই মাত্র ৫০ শতাংশ যাত্রী নিয়ে কিছু বাস রাস্তায় নামানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে শহরে কোথাও সর্বনিম্ন ভাড়া ১৫ আবার কোথাও বা ২০। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি বাস রুটে এই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। কিন্তু সরকারি সীলমোহর না থাকায়, অনেক ক্ষেত্রেই যাত্রী এবং বাসকর্মীদের মধ্যে বচসা দেখা দিচ্ছে। তাই সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে আবারও পরিবহণমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে নিজেদের সমস্যা জানাতে চলেছে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট।
আরও পড়ুন: ডিউটি আওয়ার্সে বদল আনছে রেলমন্ত্রক
এদিন বাস মালিকরা অভিযোগ জানান, সরকারকে আগে জানানো হয়েছিল সমস্যার কথা। সেইমত সরকার কমিটি গড়েছে। কিন্তু শুধু কমিটিই গড়া হয়েছে। কাজের কাজ কিছু হয়নি। ৩১ শে ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব করা হয়েছে বলে জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাস মালিকরা এদিন স্পষ্ট করে জানিয়েছেন, ‘আমরা বিজ্ঞানভিত্তিক বাসভাড়া চাই।’ রাস্তা অনুযায়ী ভাড়া বাড়াতে হবে। নয়তো বাস রাস্তায় নামবে না।