কলকাতা: গন্তব্যে পৌঁছতে গাঁটের কড়ি খরচা করে ১০০ টাকা লিটার তেল কিনতে গিয়ে ছ্যাঁকা লাগছে অনেকেরই। শান্তি নেই তাতেও। তেল ভরতে পাম্পে গেলেই চোখের সামনে বড় বড় করে ঝুলিয়ে দেওয়া হয়েছে সাইনবোর্ড, ‘No Stock’। মূল্যবৃদ্ধির সঙ্গে বৃহস্পতিবার থেকে শহরের অধিকাংশ পেট্রোল পাম্পে হয়রানির নতুন ছবি দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে হাওড়ার মৌড়িগ্রামের ইন্ডিয়ান অয়েল ডিপোর ট্যাঙ্কার মালিকদের।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টা পেরিয়েও জমা জলে অবরুদ্ধ ভিআইপি, এয়ারপোর্ট পৌঁছাতে নাজেহাল যাত্রীরা
বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘট চলায় ডিজেল, পেট্রোলের সরবরাহ না থাকায় হাওড়া, দুই ২৪ পরগণা এবং নদিয়ার একাংশের প্রায় দেড়শোটি পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তেল না পেয়ে সংকটের মধ্যে পড়়েছে রাজ্যের গণপরিবহন। পাম্পগুলি তেলশূন্য হওয়ায় বাস, ট্যাক্সি থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ওয়েস্টবেঙ্গল অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের অভিযোগ, ইন্ডিয়ান অয়েলের ডাকা টেন্ডারে ট্রান্সপোর্ট রেট কমিয়ে দেওয়া হয়। এর জেরে তেল পরিবহণের খরচ নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে ট্যাঙ্কার মালিকদের। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তিবদ্ধ ৬০টি তেল ট্যাঙ্কারকে বসিয়ে দেওয়া হয়েছে। বাকি ট্যাঙ্কারগুলির ভাড়া কমিয়ে দেওয়া হয়েছে। ট্যাঙ্কার মালিকদের সঙ্গে IOC কর্তৃপক্ষের বৈঠক হলেও তা ফলপ্রসু হয়নি। তবে মালিকরা আশাবাদী সমস্যার সমাধানে এগিয়ে আসবে সংস্থা। মৌড়গ্রাম থেকে তেল ট্যাঙ্কার না আসায় খালি হতে শুরু করেছে শহর ও শহরতলির পেট্রোল পাম্পগুলি। করোনা পরিস্থিতিতে একশো পার করেছে জ্বালানি তেলের দাম। এর মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি চলছে। জ্বালানি সমস্যা বাড়লে বিপাকে পড়তে পারেন আমজনতা।