কলকাতা: ভাঙড়কে (Bhangor) কলকাতা পুলিশের (Kolkata Police) আওতায় নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই নির্দেশ মেনে ভাঙর এবার কলকাতা পুলিশের ম্যাপে। মঙ্গলবার নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়েছে, ভাঙরে নতুন করে ৯ টি থানা তৈরি হচ্ছে, যার মধ্যে ২ টি থানা আগে থেকেই ছিল। সেগুলো পুনর্গঠন করা হবে। এই ন’টি থানা যোগ হলে কলকাতা পুলিশের থানার সংখ্যা বেড়ে হবে ৮৮। আগে কলকাতা পুলিশের থানার সংখ্যা ছিল ৭৯ টি।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, কলকাতা লেদার কমপ্লেক্স থানা যেটি কলকাতা পুলিশের এক্তিয়ারে ছিল এবং ভাঙর থানা যেটি পশ্চিমবঙ্গ পুলিশের এক্তিয়ারে ছিল, এই দুটি থানা পুনর্গঠন করা হবে। বাকি সাতটি নতুন থানা হচ্ছে। সেগুলি হল, হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, বোদরা এবং চন্দনেশ্বর।
আরও পড়ুন:থানা ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ অরিত্র ওরফে আলুকে
পঞ্চায়েত ভোটের আগে ও পরে বারবার অশান্ত হয়েছিল ভাঙড়। মনোনয়ন পর্বে কীভাবে আগুন জ্বলেছিল, বোমা পড়েছিল সেই ছবি কারও অদেখা নয়। মৃত্যুর ঘটনাও ঘটেছিল। ভোট মিটে যাওয়ার পরও বেশ কিছুদিন ১৪৪ ধারা জারি ছিল ভাঙড়ে। এলাকার ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেছিলেন খোদ নওশাদ সিদ্দিকী। সন্ত্রাসের অভিযোগ পেয়ে ভাঙড়ে গিয়েছিলেন খোদ রাজ্যপাল। সেই ভাঙড়ই এবার কলকাতা পুলিশের অধীনে। গত মাসেই আলিপুর বডিগার্ডস লাইনে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছিলেন তিনি।