কলকাতা: পুলিশকে হেনস্থার অভিযোগ অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে। ২৭ জানুয়ারী পর্যন্ত তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মুখ্যমন্ত্রীকে কটূক্তি করায় বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ অর্জুন সিংকে তলব করেছিল। অভিযোগ গত ২১ ডিসেম্বর ভাটপাড়া থানার ওসি অর্জুন সিংকে নোটিস দিতে গেলে হেনস্থা হন। এরপরই শত প্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে ভাটপাড়া থানা। এই অভিযোগের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। সেই মামলায় আবেদনের উপর ২৭ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল। এই মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।
আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের জন্য মেট্রোর পক্ষ থেকে গ্রহণ করা হল বিশেষ পদক্ষেপ
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে গত বুধবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট। অন্যদিকে পুরসভার চেয়ারম্যান থাকাকালীন আর্থিক টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে। সেই অভিযোগে ডেকে পাঠিয়েছিল সিআইডি। শনিবার সেই তলবে সাড়া দিলেন না অর্জুন। শুক্রবারের পর শনিবারও হাজিরা এড়ালেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
অন্য খবর দেখুন
The post অর্জুন সিংয়ের বিরুদ্ধে পুলিশের মামলায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের first appeared on KolkataTV.
The post অর্জুন সিংয়ের বিরুদ্ধে পুলিশের মামলায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের appeared first on KolkataTV.