কলকাতা: রাজ্যের কার্যনির্বাহী ডিজি মনোজ মালব্যকে তলব হাইকোর্টের। ২১ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল।
ভুয়ো অর্থলগ্নি সংস্থা দুটি মামলার বিষয়ে এই তলব। ভুয়ো অর্থলগ্নি সংস্থাকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে, অর্থলগ্নি সংস্থার প্রতিনিধিদের আদালতে জানাতে হবে তারা কিভাবে টাকা ফেরত দেবে।
আরও পড়ুন- রাজ্যের কার্যনির্বাহী ডিজি হচ্ছেন মনোজ মালব্য
তবে এই প্রক্রিয়া আদালতে হাজির হয়ে জানতে হবে অর্থলগ্নি সংস্থার প্রতিনিধিদের। এই সংস্থার অধিকাংশ প্রতিনিধিরা পুলিশি হেফাজতে রয়েছে। এক্ষেত্রে পুলিশের দায়িত্ব তাদের আদালতে হাজির করা। এদিন প্রতিনিধিরা হাজির ছিলেন না আদালতে।
এর আগেও এই দুটি মামলায় সংস্থার প্রতিনিধিদের আদালতে হাজির করার জন্য ডিজিকে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ এখনও বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন – মৌলিক অধিকার দিয়ে গরুকে জাতীয় পশু ঘোষণা করার প্রস্তাব আদালতের
এছাড়াও বৃহস্পতিবার রাজ্যের তরফে কোন সরকারি কৌসুলিও উপস্থিত ছিলেন না। এরপরেই মনোজ মালব্যকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
১৯৮৬ ব্যাচের আইপিএস মনোজ মালব্য। রাজ্য পুলিশের নানা পদ সামলে বর্তমানে কার্যনির্বাহী ডিজি (সংগঠন) পদে রয়েছেন।