কলকাতা: সিসি টিভি (CCTV) নিয়ে এবার রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ প্রধান বিচারপতির। রাজ্যের সব থানার সিসিটিভি নিয়ে পদক্ষেপ করার জন্য ডিজিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিভগননমের ডিভিশন বেঞ্চ। সমস্ত থানার সব সিসিটিভি যাতে সঠিকভাবে কাজ করে এবং ফুটেজ রেকর্ড করার জন্য যাতে উপযুক্ত ব্যবস্থা থাকে, তার ব্যবস্থা করতে বলা হয়েছে ডিজিকে।
২০২২ সালে বারুইপুর সংশোধনাগারে চার বিচারাধীন বন্দির মৃত্যু নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। চলতি বছরের ২ মে ওই ঘটনার তদন্তভার হাতে নেয় সিআইডি। আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেয় তারা। রিপোর্টে সিআইডির তদন্তকারী আধিকারিক জানান, নির্দিষ্ট একটি সময়ের বজবজ থানার সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। কারণ ওই সময় সিসিটিভি খারাপ ছিল। তারপরেই রাজ্যের ডিজিকে এই নির্দেশ আদালতের। আদালতের পর্যবেক্ষণ, থানায় সিসিটিভি না থাকাটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। সেজন্য আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত থানার সিসিটিভি ফুটেজের কী অবস্থা, তার রিপোর্ট জমা দিতে হবে রাজ্য পুলিশের ডিজিকে। আগামী ২৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন:শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল আদালত