কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরদিকে ছ’কিলোমিটার তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত (West Bengal Weather Update)। একই সঙ্গে রাজস্থানের বিকানের ও জয়পুরের উপর দিয়ে মধ্যপ্রদেশের দাতিয়া ও সিধি পার করে একটি মৌসুমি অক্ষরেখা আসানসোল এবং কলকাতা হয়ে এগিয়েছে বঙ্গোপসাগরের দিকে। আরও একটি অক্ষরেখা গুজরাট থেকে এগিয়ে মধ্যপ্রদেশ, গুজরাট ও ছত্তিসগড় পার করে বাংলার ওই ঘূর্ণাবর্তের সঙ্গে মিশেছে, বলে খবর হাওয়া অফিস সূত্রে। এই ঘূর্ণাবর্ত ও জোড়া মৌসুমি অক্ষরেখার যুগলবন্দিতে ফের বাংলার বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা (Weather Update)।
আরও পড়ুন: উল্টো রথ ও মহরমে শহরে নিরাপত্তায় জোর লালবাজারের
মৌসম ভবনের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, জুনে মোটের উপর স্বাভাবিক বৃষ্টি পাওয়ার পর এবছর জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশিই বৃষ্টি পেতে চলেছে দেশ। পূর্ব ভারত, দক্ষিণ–পশ্চিম ভারতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। জুলাই পড়ার পরেই ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে।উল্লেখ্য, দ্বিতীয় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরেই যে ভাবে তার সঙ্গে দু’টি মৌসুমি অক্ষরেখা জড়িয়েছে, তার প্রভাবেই আগামী কয়েক দিন রাজ্যের বেশির ভাগ জেলাতেই বৃষ্টিরসম্ভাবনা খুব বেশি।
কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? (West Bengal Weather Forecast)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার রাজ্যের আট জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই তালিকায় নাম রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার। অন্যান্য জেলাগুলোতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে সেখানে বৃষ্টির প্রাবল্য কম থাকার সম্ভাবনা।
রবিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে জানিয়েছেন আবহবিদরা। ছয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তালিকায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা। তবে শনিবার ও রবিবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, জানিয়েছে হাওয়া অফিস।
দেখুন আরও খবর: