কলকাতা: নিম্নচাপের জের। দক্ষিণবঙ্গে শুরু প্রবল বৃষ্টি। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস (West Bengal Weather Update)। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। তবে মঙ্গলবার ভোর থেকে সেই বৃষ্টি ভারী বৃষ্টির আকার নিয়েছে (West Bengal Rain Update)।
আরও পড়ুন: ফের আরজি কর মামলায় সন্দীপ ঘোষকে বড় নির্দেশ কোর্টের
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়াতে রয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বুধ বা বৃহস্পতিবার বৃষ্টি খানিকটা কমবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে (Weather Update)।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গে রয়েছে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা (Rain Forecast)। বুধবার ও বৃহস্পতিবার উত্তরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।
দেখুন আরও খবর: