কলকাতা: সকাল থেকে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া নাজেহাল বঙ্গবাসী। দুপুর পর থেকে আবহাওয়া বদল হবে। বিকেল বা রাতের বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি (HeavyRain) সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত এমনই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার এই স্পেল চলবে দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতে। গত কয়েকদিন ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে কলকাতা (Kolkata) সহ বিভিন্ন অঞ্চলে। বুধবার সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তবে বিকেলের পর কলকাতার আকাশ মেঘলা হয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
কলকাতা-সহ একাধিক জেলায় শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কিন্তু আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন কোনও বড়সড় পরিবর্তন হবে না, এমনটাই বলছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি নিচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 88 এবং সর্বনিম্ন 54 শতাংশ ।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে জোড়া চক্রবৎ ঘূর্ণাবর্ত, প্রবল বর্ষণের পূর্বাভাস
বুধ ও বৃহস্পতিবার মোটের উপর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, এমনই আভাস আলিপুর হাওয়া অফিসের। শুক্রবার ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এ দিন ওই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের উপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। উত্তরবঙ্গের আট জেলা দার্জিলিং থেকে মালদায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা বেশি। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। ২৩ মে উত্তরবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। অন্যদিকে, তীব্র গরমে জ্বলছে রাজধানী দিল্লি। মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং আরব সাগরে ঘূর্ণিঝড়ের পরিবর্তন দিল্লির আর্দ্র আবহাওয়ার জন্য দায়ী। এই দুটিই আবহাওয়াকে উষ্ণ করছে, রাজধানীর দিকে আর্দ্র বাতাস পাঠাচ্ছে, যা সাধারণত মে মাসের শুষ্ক ও গরমের পরিবর্তে আর্দ্র হয়ে উঠছে।
দেখুন অন্য খবর: