কলকাতা : পুজোর শেষ বেলার আনন্দ মাটি। দশমীর সন্ধে গড়াতে না গড়াতেই হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে শহর জুড়ে নামল বৃষ্টি। বিসর্জনের ঘাটে তুমুল বৃষ্টিতে নাজেহাল সকলে।
প্রতিমা নিরঞ্জনের জন্য ঘাটে সবে মাত্র লোকের ভিড় জমেছে। একদিকের আকাশে কমলা রঙের ছটা। অন্যদিকে প্রতিমার লাইন। বাঙালির চোখে মুখে বিষাদ। আবারও একটা বছরের অপক্ষা।
আরও পড়ুন – একহাতে সার্টিফিকেট অন্য হাতে বরণের থালা, নিউ নরমালের নতুনত্বে নজর কাড়ল মুদিয়ালি
দশমীতে বৃষ্টি আসার আগের মুহূর্ত
এরমধ্যেই মেঘ ডাকার শব্দ। আর কয়েক মুহূর্তেই নেমে এল বৃষ্টি। যেমন মেঘের গর্জন তেমন মুসুলধারে বৃষ্টি। এদিকে ঘাটে প্রতিমার লম্বা লাইন তার মধ্যেই বাদ সেধেছে বৃষ্টি। তবে, এর মধ্যেই বৃষ্টিকে উপেক্ষা চলছে প্রতিমা নিরঞ্জন।
বৃষ্টি ভিজে প্রতিমা বিসর্জন
বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের দাপট। আলিপুর আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বলা হয়েছিল অষ্টমী থেকেই কলকাতাসহ জেলাগুলি। তবে, অষ্টমীতে আবহাওয়া পরিষ্কার থাকলেও অষ্টমীর রাত থেকে নবমী পর্যন্ত চলেছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে, হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে দশমীর শেষ বেলার আনন্দ মাটি করে সন্ধে নামতেই তুমুল বৃষ্টি।