ওয়েবডেস্ক: কলকাতা সহ তার পাশ্ববর্তী অঞ্চল, সেইসঙ্গে জেলাগুলিতে তাপপ্রবাহের (Heat wave warning) কারণে হাঁসফাঁস মানুষের জীবন। তবে এই গরম (Heat Wave) থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে সোমবার সন্ধ্যার দিকে। ধুলো ঝড় সহ বৃষ্টি কিছুটা হলেও গরমের হাত থেকে রেহাই দিয়েছে মানুষকে। তবে আজও বজ্রবিদ্যুৎ (Thunderstorms forecast) সহ বৃষ্টিপাতের (Rain Alert) সম্ভাবনা রয়েছে।
তবে তাপপ্রবাহের মধ্যে সুখবর আজই বর্ষার প্রবেশ করবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands) । এমনটাই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। স্বাভাবিকভাবে নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে ১৮-২১ মে আন্দামানে ২২ মে। তবে স্বাভাবিক নিয়মের বাইরে এবার ৯ দিন আগেই বর্ষার আগমন (Monsoon Alert)। অপরদিকে কেরলেও প্রবেশ আগেই হওয়ার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত অস্বস্তিকর গরমের পরিবেশ থাকবে। এই কয়েকদিন বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে অস্বস্তিকর গরমে থেকে কিছুটা হলেও রেহাই মিলবে। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের সর্বোচ্চ । তবে গতবছর মে মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছিল। দক্ষিণবঙ্গে আজ থেকে পর পর ৬ দিন তাপমাত্রার হেরফের হবে না।
এর মধ্যে রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া। আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বজ্রগর্ভ মেঘের সঞ্চার, সেই সঙ্গে বৃষ্টি সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির পরিমাণ বেশি হবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই 8 জেলায় ।
আরও পড়ুন: এই মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কতটা বিপদে কলকাতা?
অপরদিকে উত্তরবঙ্গেও মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উপরের পাঁচ জেলায় ৷ উত্তরবঙ্গে ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। শিলাবৃষ্টি ও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৯ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে।
দেখুন আরও খবর-