কলকাতা: হাঁসখালি ধর্ষণকাণ্ডে (Calcutta HC on Hanskhali Rape) জনস্বার্থ মামলার শুনানি শেষ।রায়দান স্থগিত রাখলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।মঙ্গলবার এই মামলায় (Hanskhali Rape) কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি জমা দেয় রাজ্য।পুলিসের কাছে এই মামলার কেস ডায়েরি তলব করেছিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।মঙ্গলবার দুপুর ২টোর মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিন আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী তপন মুখোপাধ্যায় বলেন, নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হয়নি। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়নি।পুলিসকে না জানিয়ে দাহ করে দেওয়া হয়েছে।তাই এই ঘটনায় ফরেনসিক দল দিয়ে নমুনা সংগ্রহ করে তদন্ত করা উচিত।আবেদনকারীদের পক্ষে আইনজীবী ফিরোজ এডুলজি জানান, সাধারণত এই ধরনের মামলায় ভিডিয়োগ্রাফি করে সাক্ষীদের বয়ান নেওয়া হয়।তবে এখানে সেটা হয়েছে কি না, দেখা দরকার। কারন, ভিডিয়ো ক্লিপিং মিথ্যা বলে না।সেখান থেকেই আসল সত্যি সামনে আসবে।
হাঁসখালির ঘটনায় প্রথম থেকেই পুলিসের নিস্ক্রিয়তার অভিযোগ সামনে এসেছে।এদিন আদালতেও এই বিষয়টি পরিষ্কার হয়। আইনজীবীদের একাংশের বক্তব্য, পুলিস ঠিক মতো তদন্ত করেনি। ঘটনার পুনর্নির্মাণ হয়েছে কি না তা দেখা দরকার। নাবালিকাকে যেখান থেকে উদ্ধার করা হয় সেই জায়গায় কোনও রক্তের নমুনা ছিল কি না, তা জানা দরকার।দু’পক্ষের সওয়াল শেষে রায়দান স্থগিত রাখে আদালত।
আরও পড়ুন Hanskhali Rape: হাসিখুশির সংসার যেন ভুতুড়ে ঘর, মুখে কুলুপ হাঁসখালির নির্যাতিতার বাবা-মার