কলকাতা: সোনার (Gold Price Today) প্রতি বাঙালির টান চিরন্তন। মুদ্রাস্ফীতি হোক বা অর্থনৈতিক অনিশ্চয়তা—সবসময়েই সোনা থেকেছে বিনিয়োগকারীদের ভরসার জায়গায়। বিগত কয়েক বছরে সোনার দর কখনও ঊর্ধ্বমুখী, তো কখনও নিম্নমুখী হলেও, তার জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আজ, ২০ মে ২০২৫ তারিখে, কলকাতার বাজারে সোনার দামে এসেছে নতুন পরিবর্তন। আপনি কি জানেন আজ আপনার শহরে কত চলছে সোনার দাম?
কলকাতায় আজকের সোনার দাম (২০ মে ২০২৫)
আজ মঙ্গলবার কলকাতায় সোনার দামে সামান্য পতন লক্ষ্য করা গিয়েছে। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম এখন ৮৯,৮৫০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দর ৯৪,৫৫০ টাকা প্রতি ১০ গ্রাম। যদি আপনি সোনার বাট (Gold Bar) কিনতে চান, তাহলে ১০ গ্রাম বাটের দাম পড়বে ৯৪,০৫০ টাকা। তবে মনে রাখবেন, এই সমস্ত দামে এখনও পর্যন্ত জিএসটি এবং অন্যান্য চার্জ যুক্ত হয়নি।
আরও পড়ুন: সকাল থেকে মেঘলা আকশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
কেন বাড়ে-কমে সোনার দাম, জানেন কি?
ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) প্রতিদিনই নির্ধারিত হারে সোনার মূল্য প্রকাশ করে। তবে এই দাম শুধুই খাঁটি সোনার—এতে যুক্ত হয় না কোনও মেকিং চার্জ বা ট্যাক্স। আপনি যখন সোনার গয়না কিনতে যান, তখন মূল দামের সঙ্গে যুক্ত হয় জিএসটি ও গয়না তৈরির খরচ, ফলে দাম খানিকটা বেশি দেখায়।
আপনার ফোনেই মিলবে সোনার আপডেট
বাড়িতে বসেই আপনি জানতে পারেন সোনা ও রুপোর দৈনিক মূল্য। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার আপডেট পেতে কল দিন ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে—মাত্র একটি মিসড কলেই এসএমএসে পেয়ে যাবেন নির্দিষ্ট হারের তথ্য। এছাড়াও IBJA-র অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com-এ সকাল ও সন্ধ্যাবেলা আপডেট পাওয়া যায় সোনার প্রতিদিনের বাজারদর।
সোনার দরে এই ওঠানামা যেমন সাধারণ ক্রেতাদের প্রভাবিত করে, তেমনই বিনিয়োগকারীদের নজরও থাকে প্রতিটি পরিবর্তনের দিকে। তাই কেনার আগে জেনে নিন সঠিক দাম, তারপরই নিন আপনার মূল্যবান সিদ্ধান্ত।
দেখুন আরও খবর: