কলকাতা : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু প্রশাসনের। এই প্রথম ২০২২-এর মেলার জন্য তৈরি হচ্ছে অ্যাপ। পিলগৃম ফ্রেন্ডলি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই পুণ্যার্থীরা পাবেন মেলার যাবতীয় তথ্যাদি। লঞ্চের সময় থেকে শুরু করে কোথা থেকে টোটো আর অটো পাওয়া যাবে সব তথ্যই থাকবে অ্যাপে। এছাড়া মেলা প্রাঙ্গণের খুঁটিনাটিও থাকবে পিলগ্রিম ফ্রেন্ডলি অ্যাপে।
আরও পড়ুন : Adulteration in green peas: বাজার থেকে কেনা মটরশুটিতে ভেজাল নেই তো?
গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি জিডিবি-র ১৬ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সহ জিডিবি-র চেয়ারম্যান। প্রতি বছরের মতো এবারও জোর দেওয়া হয়েছে সবুজায়নের উপর। মেলা ও তার আশপাশের এলাকায় সবুজায়ন কী করে বাড়ানো যায় তা নিয়ে বৈঠক করেছে প্রশাসন। কেন এই মেলা, মেলার পিছনে কী পৌরাণিক কাহিনি রয়েছে তা তুলে ধরা হবে মেলার প্রাঙ্গণে।
গঙ্গাসাগরে পূণ্যার্থীদের ভিড়
পর্যটনের উপর জোর দেওয়া হচ্ছে বকখালিতে। বকখালি সমুদ্র সৈকতকে সুন্দর করে তোলার পরিকল্পনাও করা হয়েছে। তৈরি হচ্ছে নানা নতুন জিনিস। বকখালিতে ওয়াটার সাউন্ড এফেক্ট তৈরি করা হচ্ছে। পাশাপাশি পার্কিং লটও তৈরি করেছে প্রশাসন। গত বছর ভ্যাকসিন না আসাতেও প্রায় ১৫ লক্ষ ভক্তের ভিড় হয়েছিল গঙ্গাসাগরে। এবারও সেই সংখ্যা পার করে যাবে বলে মনে করছে প্রসাসন।