সল্টলেক: অনলাইনে ফ্ল্যাট ভাড়ার নামে প্রতারণার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সল্টলেকের একটি বেসরকারি সংস্থার কর্মী অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
২০২০ সালের ফেব্রয়ারি মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় ওই ব্যক্তি অভিযোগ জানান, অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেখে এক ব্যক্তিকে অগ্রিম ও ভাড়া বাবদ ৫০ হাজার টাকা দেন তিনি। সল্টলেকের বিকাশ ভবনের সামনে ওই অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা দেন।
টাকা পাওয়ার কয়েকদিন পর থেকেই যোগাযোগ বন্ধ করে দেন অভিযুক্ত ব্যক্তি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন বেসরকারি সংস্থার কর্মী। ঘটনার তদন্ত শুরু করার পর পুলিশের ঝাড়খণ্ডের বাসিন্দা অনুভব বিশ্বরঞ্জন নামক এক ব্যক্তির খোঁজ পায় পুলিশ।
শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি অনলাইনে বিভিন্ন ফ্ল্যাটের ছবি দিয়ে প্রতারণা করত। শনিবার অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। আর কেউ এই চক্রে জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।