ওয়েবডেস্ক: সিবিআইয়ের (CBI) মামলার পাশাপাশি নিয়োগ দুর্নীতির সিআইডির (CID) মামলায় এবার জামিন চেয়ে হাইকোর্টের (High Court) দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা (Former Advisor to the School Service Commission Shantiprasad Sinha) ।
অভিযোগ, সিআইডির মামলার ভিত্তিতে তিনি ১ বছর ৩ মাস জেলে রয়েছেন। সেই মামলাতে শেখ সিরাজুদ্দিন ও তার স্ত্রী জাসমিন খাতুন জামিন পেয়েছেন। তাছাড়া শিক্ষা দফতরের আধিকারিক অলোক সরকার জামিন পেয়েছেন। চার্জশিট দেওয়া হয়ে গেছে মামলায় । একাধিক ব্যাক্তির জামিন মঞ্জুর হয়েছে। কিন্তু রাজ্য অনুমতি না দেওয়ার জন্য এই মামলাতে চার্জফ্রেম করে বিচারপর্ব শুরু করা যাচ্ছে না।
আরও পড়ুন- কলকাতা হাইকোর্টে দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা
জামিনের আবেদনের শুনানি পিছিয়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি রাজ্যের আইনজীবীকে শিক্ষাদফতরের কর্মীদের বিরুদ্ধে চার্জফ্রেম করে বিচার শুরু করার বিষয়ে রাজ্যের মুখ্য সচিব কবে অনুমতি দেবেন? ১৯ মে ফের শুনানি এই মামলার।
গতবছর রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন এসএসসি-এর প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ৷ নবম-দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ১০ অগস্ট শান্তিপ্রসাদকে গ্রেফতার করেছিল সিবিআই। কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
দেখুন আরও খবর-