কলকাতা: প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত (Pankaj Dutta Passes Away)। গত ২৩ অক্টোবর বারাণসীর থিওসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, অনুষ্ঠানেই তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়। নাক-মুখ দিয়ে শুরু হয় রক্তক্ষরণ।দ্রুত তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দীর্ঘ একমাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন বারাণসীর হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি ছিলেন। সেখানেই শনিবার প্রয়াত হন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত।
সহবক্তা তো ছিলেনই পঙ্কজ দত্ত। কর্মজীবনে কোনও চাপের কাছে মাথা নত করেননি। তাঁকে বারবার পুলিশের গাফলতি নিয়ে সরব হতেও দেখা গিয়েছে। ‘সম্প্রতি আরজি করের ঘটনায় কলকাতা পুলিশের সমালোচনা করেছিলেন পঙ্কজ দত্ত। সম্প্রতি আরজি কর কাণ্ড নিয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। পঙ্কজকে নোটিস পাঠায় কলকাতা পুলিশ। থানাতেও হাজিরা দেন তিনি।পঙ্কজ দত্তর অসুস্থতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দায়ী করেন বিরোধী দলনেতা।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)
The post প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত first appeared on KolkataTV.
The post প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত appeared first on KolkataTV.