আগামী সোমবার অর্থাৎ ৫ জুলাই ফের বেসরকারি বাস মালিকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্য পরিবহণ বিভাগের ময়দান টেন্টে ডাকা হয়েছে এই বৈঠক। সেখানে পথে বাস নামানোর জন্য বেসরকারি মালিকদের সঙ্গে আলোচনা হবে।
দিনে দিনে আকাশছোঁয়া হয়ে উঠেছে পেট্রোল-ডিজেলের দাম। ১০০ টাকা ছুঁইছুঁই পেট্রোল। ডিজেলের দামও ১০০ টাকার কাছাকাছি। দেশের মানুষ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এরই মধ্যে বেসরকারি বাস মালিক থেকে শুরু করে সরকারের পরিবহণ পরিষেবা যথেষ্ট চাপের মুখে। এই পরিস্থিতিতে বেসরকারি বাস মালিকরা রাস্তায় বাস নামাতে ভয় পাচ্ছেন। এর জন্য সাধারণ মানুষকে যাতায়াতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এত কম সংখ্যক বাস চলাচলে করোনা বিধি শিকেয় উঠেছে। নাকাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের।
পরিবহণ ব্যবস্থা সচল রাখার জন্য, প্রয়োজনে জনগণের স্বার্থে, কঠোর আইন বলবৎ করতে পারে রাজ্য সরকার। অনিচ্ছুক মালিকদের কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।