কলকাতা: নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। ভারি বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে কলকাতা। আর এই বৃষ্টি মাথায় নিয়েই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের প্রচার শুরু করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ওরফে ববি।
ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে প্রচারের আর দুই সপ্তাহ বাকি। ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর জন্য প্রচারে নেমেছেন তৃণমূলের শীর্ষস্তরের নেতারা। ভবানীপুরের নেতারা প্রচার করছেন নিজেদের এলাকায়। তেমনই মঙ্গলবার চেতলা এলাকায় তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন ফিরহাদ হাকিম।
এ দিন সকাল ৯টার সময়ে শুরু হয় ভবানীপুর উপনির্বাচনে তৃণমূলের ভোটের প্রচার। দলের এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ফিরহাদ হাকিম। ১০ নম্বর গোবিন্দ আড্ডি রোড থেকে সবজি বাগান পর্যন্ত চলে মিছিল এবং জনসংযোগ।
জনসংযোগে ব্যস্ত ববি
সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। সেই কারণে ছাতা মাথায় দিয়েই প্রচার শুরু করেন ফিরহাদ। অনেক জায়গায় মানুষের বাড়িতে গিয়েও নেত্রী মমতাকে ভোট দেওয়ার আবেদন জনান তিনি। অনেক জায়গায় সরু গলির ভিতরে ঢুকেও মানুষের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রীকে। কথার মাঝে ভোটারদের বুঝিয়ে দিয়েছেন, “চেতলা এল্কায় দলীয় প্রার্থী লিড দিত না পারলে সেটা কিন্তু আমার পক্ষে অসম্মানের।”
চলতি মাসের ৩০ তারিখে ভবানীপুর বিধানভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে হবে বিধানসভা নির্বাচন। আগামী মাসের তিন তারিখ ওই নির্বাচনের ফল ঘোষণা করা হবে।