কলকাতা: বিজেপি নেতা সজলে ঘোষের ‘বৈষম্য’ অভিযোগের জবাব দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ শনিবার ফিরহাদ বলেন, ‘‘আমি সমগ্র কলকাতার মেয়র। আমার কাছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং এন্ড এরিয়া, সবই এক। তাই, কলকাতা পুরসভার অধীনস্থ সমস্ত ওয়ার্ডে যে কোনও উন্নয়নমূলক কাজই আমার সাফল্য৷ একই ভাবে শহর কলকাতার কোনও অংশে সমস্যা হলে তা ব্যর্থতা৷’ কলকাতা পুরসভার ২০২২-২৩ অর্থবর্ষে বাজেট বরাদ্দ নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ বৈষম্যের অভিযোগ করেন৷ সেই অভিযোগের পাল্টা জবাবে এমনটাই বলেন ফিরহাদ৷
কলকাতা পুরসভার ২০২২-২৩ অর্থবর্ষে বাজেটে বেশকিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ শহর কলকাতাকে হোডিং মুক্ত করতে নির্দিষ্ট হোডিং পলিসি ও আইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে হোডিং লাগানোর ব্যবস্থা এবং মনিটরিং করা হবে। শহর কলকাতা জুড়ে যত্রতত্র ইচ্ছামত হোডিং লাগানো যাবেনা। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে বেশ কিছু নির্দিষ্ট এলাকাকে নো হোডিং জোনের আওতায় আনা হবে। কোনও সংস্থা বা রাজনৈতিক দল কোনও অনুষ্ঠানের জন্য হোডিং বা ব্যানার লাগালে তিন দিনের মধ্যে তা খুলে ফেলতে হবে সংশ্লিষ্ট সংস্থা বা রাজনৈতিক দলকেই।
যত্রতত্র বেআইনি পার্কিং রুখতে কঠোর হচ্ছে কলকাতা পুরসভা। এবার থেকে নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে শহর কলকাতা বিভিন্ন পার্কিং এরিয়া মনিটরিং করা হবে। কোনও অনিয়ম দেখলে তৎক্ষণাৎ কড়া ব্যবস্থা নেওয়া হবে। আম্ফান, আয়লা, ইয়াসের মত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আদলে, প্রশিক্ষণপ্রাপ্ত কলকাতা পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তৈরি করা হবে। পানীয় জলের চাহিদা ও যোগানের মধ্যে সমতা বজায় রাখতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন-Indian doctor in Kyiv: পড়ুয়ারা না বেরনো পর্যন্ত কিভ না ছাড়ার পণ ইউক্রেনের বাঙালি চিকিৎসকের