কলকাতা: জেলেই গর্ভবতী হয়ে পড়ছেন মহিলারা। সোমবারই সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutt High Court)। রাজ্যের বিভিন্ন কারাগারে অন্তত ১৯৬টি শিশু তাদের মায়ের সঙ্গে রয়েছে। তাদের পিতৃ পরিচয় নিয়ে সংশয়ে রয়েছে। আদালতবান্ধব তাপস ভঞ্জের এই দাবির সঙ্গে মিলে গিয়েছে সরকারি রিপোর্টের তথ্য। সংশোধনাগারে মহিলাবন্দীরা যেখানে থাকেন, সেখানে পুরুষ কর্মীদের প্রবেশাধিকার বন্ধ করা হোক। নাবালিকাদের জুভেনাইল গার্লস হোমগুলিতে (Minors Juvenile Girls Home) পুরুষ কর্মীদের প্রবেশাধিকার বন্ধ করার উদ্যোগ ইতিমধ্যেই সফল হয়েছে। সেখানেও যৌন নিগ্রহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। প্রধান বিচারপতির বেঞ্চকে জানান তাপসবাবু।
সংশোধনাগারে কোনও মহিলাকে পাঠানোর আগে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তিনি গর্ভবতী কি না, তা পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকা উচিত। দাবি আদালতবান্ধবের। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস-এর প্রতিনিধিকে সঙ্গে নিয়ে আদালতবান্ধবকে আলিপুর সংশোধনাগার (Alipore Central Correctional Home) পরিদর্শনের নির্দেশ। সেখানে গর্ভবতী মহিলার সংখ্যা কত এবং ওই সংশোধনাগারে বন্দীদের দেওয়া খাবারের মান খতিয়ে দেখারও নির্দেশ।
আরও পড়ুন: ২৬ শে ট্রাক্টর মিছিলের ডাক সংযুক্ত কিষাণ মোর্চার
প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণে রাজ্যের সংশোধনাগারগুলির হাল হকিকত খতিয়ে দেখতে ২০১৭ সালে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে হাইকোর্ট। সেই মামলা সূত্রই সব সংশোধনাগার পরিদর্শন করে আদালতে রিপোর্ট দাখিল করার নির্দেশ আদালতবান্ধবকে দেওয়া হয়। উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। তার জেরে হাইকোর্ট বিভিন্ন সময়ে নানান নির্দেশ জারি করে।
আরও অন্য খবর দেখুন