কলকাতা : চুরি যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিনেতা সাহেব ভট্টাচার্যের মানি ব্যাগ। হারিয়ে যাওয়া মানি ব্যাগে যা যা ছিল, সেসবই অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে বলে পুলিশকে জানিয়েছেন অভিনেতা।
রবিবার সকালে ভবানীপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে জিমে গিয়েছিলেন অভিনেতা সাহেব। গাড়ি পার্কিংয়ে ছিল। ঘণ্টা দু’য়েক পর জিম থেকে বেরিয়ে গাড়ির দরজা খুলতেই দেখেন মানি ব্যাগ উধাও। এরই পাশাপাশি মানি ব্যাগে থাকা টাকা সহ ডেবিট কার্ড, ভোটার কার্ড, গাড়ির লাইসেন্স সহ বেশ কিছু জরুরি নথিও নেই। দেরি না করে তিনি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন।
সাহেবের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ভবানীপুর থানার পুলিশ। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁরা। ফুটেজে দেখা যায়, চুরি যায়নি অভিনেতার মানিব্যাগ। গাড়ি পার্ক করে অভিনেতা যখন গাড়ি থেকে নামছিলেন তখনই তাঁর পকেট থেকে পড়ে যায় মানিব্যাগটা।
আরও পড়ুন – ভর সন্ধ্যেয় মা উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু এক ব্যক্তির
এরপর দুজন ব্যক্তি ওই মানিব্যাগ খুঁজে পায়। ফুটেজেই তাঁদের চিত্তরঞ্জন সেবা সদনের গেট দিয়ে ঢুকতে দেখা যায়। ফুটেজ দেখার পর ভবানীপুর থানার পুলিশ সেখানে গিয়ে খোঁজ-খবর করে। সেখানের আউট পোস্ট থেকে পাওয়া যায় অভিনেতা সাহেব ভট্টাচার্যের মানি ব্যাগ। অভিনেতার বয়ান অনুযায়ী, অক্ষত অবস্থায় ওই দুই ব্যক্তি মানিব্যাগটি তুলে আউট পোস্টে জমা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।