কলকাতা: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পিছনে বিজেপি’র হাত থাকতে পারে বলে সন্দেহ মুখ্যমন্ত্রীর। বুধবার সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর এ রকম ইঙ্গিত। অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যের শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর ছবিকে হাতিয়ার করতে চাইছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রীর বক্তব্য “হিংসার ঘটনা প্রমাণ করতে ভুয়ো ছবি ভাইরাল করা হচ্ছে। কেউ কেউ সেই ছবি ইচ্ছে করে ভাইরাল করছে। এই জাল টিকা কাণ্ডের পিছনেও যে বিজেপির হাত নেই, কে বলতে পারে! এটা বিচ্ছিন্ন ঘটনা। সরকারের কেউ এর সঙ্গে যুক্ত নয়। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে৷”
দেবাঞ্জন দেবের সঙ্গে একাধিক নেতা-মন্ত্রীর ছবি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আশপাশে বহু মানুষ ঘুরে বেড়ায়। কে বা কারা আশপাশে আসছে, সব সময় তাঁদের চেনা সম্ভব নয়। ছবি দিয়ে বিচার করা যায় না। ফটোশপ করা যায় ছবি। যাঁরা প্রতারণা করতে চায় তাঁরা ছবি তুলে রাখেন। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, “শুধু বাংলা নয়। একাধিক রাজ্যে এ ধরনের ঘটনা ঘটেছে। গুজরাটে তো বিজেপির দলীয় কার্যালয় থেকে টিকা দেওয়া হয়েছে। বিজেপির সঙ্গেও অনেকের ছবি রয়েছে। সেই ছবিগুলো কোথায় গেল?”
তৃণমূল বিধায়ক মদন মিত্রও ভ্যাকসিন কাণ্ড নিয়ে সরব হয়েছেন৷ এ দিন মদন মিত্র বলেছেন, “ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের মত একাধিক দেবাঞ্জনকে বিজেপি এ রাজ্যে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য নিয়োগ করেছে। বিজেপির উদ্দেশ্য ছিল, একাধিক দেবাঞ্জনের মাধ্যমে এ রাজ্যে ক্ষমতা দখল করা৷ ভুয়ো ভ্যাকসিন দিয়ে বহু সাধারণ মানুষকে মেরে ফেলার চক্রান্ত করেছিল। দেবাঞ্জন কাণ্ডের তদন্তে, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে।”